ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোতে তিন ফটোসাংবাদিকের বস্তাবন্দি লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, মে ৪, ২০১২
মেক্সিকোতে তিন ফটোসাংবাদিকের বস্তাবন্দি লাশ উদ্ধার

ঢাকা: স্থানীয় সাময়িকী প্রসেসো’র এক সাংবাদিক খুনের ঘটনার পর সপ্তাহ না পেরুতেই পূর্ব মেক্সিকোর ভেরাক্রুসে খুন হলেন তিন ফটোসাংবাদিক। গত বৃহস্পতিবার ভেরাক্রুজের নিকটবর্তী বোকা দেল রিও শহরের পয়ঃনিষ্কাশন খালে প্লাস্টিকের ব্যাগে তারা তিনজনসহ চারজনের মৃতদেহ পাওয়া যায়।



খুন হওয়া ফটোসাংবাদিকরা হলেন- অনলাইন সংবাদপত্র ভেরাক্রুসনিউজ.কম’র গিলারমো লুনা ভারেলা, সংবাদ সাময়িকী নোতিভারের গাব্রিয়েল হিউস এবং এজেড পত্রিকার এস্তেবান রদরিগেস। ঘটনাস্থল থেকে উদ্ধার করা অপর মৃতদেটি লুনার বান্ধবী ইরাসিমা বেসেরা।
ভেরাক্রুসের প্রাদেশিক কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, নিহতদের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। আর শরীরের প্রত্যেকটি অঙ্গ কেটে আলাদা করা হয়েছে। এটি একটি সংগঠিত অপরাধ এবং এর তদন্তের জন্য কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়ে প্রাদেশিক সরকার।
মেক্সিকোতে অব্যাহত খুনের ঘটনায় সাংবাদিকদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। অপরাধ প্রতিবেদন লেখার ব্যাপারে তারা এখন যথেষ্ট সাবধানতা অবলম্বন করছে।

মাদক চোরাচালান ব্যবসার স্বর্গরাজ্য মেক্সিকো এখন সাংবাদিকদের জন্য সবচে বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে। শুধু ভেরাক্রুসেই গত ১৮ মাসে এ নিয়ে সাত জন প্রতিবেদক ও চিত্রসাংবাদিক খুনের ঘটনা ঘটল। এদের বেশিরভাগই অপরাধ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।

অব্যাহত এ খুনের ঘটনা প্রতিরোধ করতে অবিলম্বে সরকারি পদক্ষেপের দাবি জানিয়েছেন সেখানকার প্রেস অ্যাডভোকেট।

মেক্সিকোতে মাদক চোরাকারবারি গ্রুপগুলো অত্যন্ত শক্তিশালী। স্থানীয় গ্রুপগুলোর মধ্যে দ্বন্দ্ব ও সংঘাতে গত কয়েক বছরের হাজার হাজার মানুষ খুন অথবা গুম হয়েছে। মাদক ব্যবসা ঘিরে অপরাধ প্রবণতাও এখানে বেশি। আর এসব ঘটনার অনুসসন্ধানী প্রতিবেদন করতে গিয়েই নির্যাতন, হুমকি অথবা খুন হচ্ছেন সাংবাদিকরা। আর সংঘটিত খুন এবং অন্যান্য মারাত্মক অপরাধের বিচার হয় না এমনকি পুলিশি তদন্তেও কোনো দৃষ্টিগ্রাহ্য অগ্রগতি হয় না। একারণে অপরাধ দিনদিনে বেড়েই চলেছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মে ০৪, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।