ঢাকা : সাংবাদিকদের ওপর হামলা প্রতিরোধ করতে আইনী কাঠামো ও তদন্ত ব্যবস্থা শক্তিশালী করতে সদস্য রাষ্ট্রগুলোকে সাহায্যের ব্যাপারে জাতিসংঘ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
সাংবাদিকদের ওপর হামলাকে অত্যন্ত জঘণ্য কার্যকলাপ উল্লেখ করে তিনি এই ধরনের অপকর্ম প্রতিরোধ করতে এবং এর বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নিতে সবার প্রতি আহবান জানান।
বিশ্ব মুক্ত সংবাদমাধ্যম দিবস উপলক্ষে দেওয়া বাণীতে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
এসময় মানবাধিকার রক্ষায় গৃহীত জাতিসংঘের ধারা ১৯ রক্ষায় অধিকতর পদক্ষেপ নিতে জাতিসংঘের সদস্য সব রাষ্ট্রের প্রতি আহবান জানান বান কি মুন।
গত বছর সারা পৃথিবীতে ৬০ জন সাংবাদিক নিহত এবং অনেকে আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, সংবাদমাধ্যমের ওপর এই আঘাত উদ্বেগজনক। সারা বিশ্বে ২০১১ সালে ১৭৯ জন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এ ধরণের ঘটনা স্বাধীন সংবাদমাধ্যমের ওপর আঘাত করছে।
সাংবাদিকরা যেন তাদের দায়িত্ব স্বাধীন ও মুক্তভাবে পালন করতে পারে তা নিশ্চিত করার ব্যাপারে বিশ্ব মুক্ত সংবাদমাধ্যম দিবসে নতুন করে অঙ্গীকার করার আহবান জানান বান কি মুন। সাংবাদিকরা তাদের কর্তব্য পালনের মাধ্যমে একটি শক্তিশালী ও শান্তিপূর্ণ সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি এসময় উল্লেখ করেন।
উল্ল্যেখ্য, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের কর্তব্য পালন আরো নির্বিঘ্ন কোর ব্যাপারে ভূমিকা রাখতে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘে প্রথম আন্তঃসংস্থা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশ্ব মুক্ত সংবাদমাধ্যম দিবস নতুন নতুন মিডিয়া কণ্ঠস্বরকে পরিচয় করিয়ে দেয় উল্লেখ করে বান কি মুন বলেন, এই নতুন নতুন মাধ্যমগুলো বিশ্বের রূপান্তরকে সহায়তা করছে।
সমগ্র মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে শুরু হওয়া রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে বিভিন্ন সামাজিক গণমাধ্যম, মোবাইল ফোন এবং স্যাটেলাইট টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তিনি এসময় উল্ল্যেখ করেন।
তিনি বলেন, এই যোগাযোগের নতুন মাধ্যম কোটি কোটি লোকের অধিকার আদায়ের সংগ্রামকে প্রথমবারের মতো সফল করতে সাহায্য করেছে। গণমাধ্যমের নতুন নতুন এসব বাহনের সাহায্যে পৃথিবীতে আরো বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলে আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মে ০৪, ২০১২
সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর
ahsan@banglanews24.com