ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গুজরাট দাঙ্গায় তিন মুসলিম পুড়িয়ে হত্যা মামলা: ৯ জন দোষী, খালাস ৩২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, মে ৪, ২০১২
গুজরাট দাঙ্গায় তিন মুসলিম পুড়িয়ে হত্যা মামলা: ৯ জন দোষী, খালাস ৩২

ঢাকা: ভারতের গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিন সংখ্যালঘু মুসলিমকে পুড়িয়ে হত্যার দায়ে নয় ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে ভারতের একটি আদালত। গুজরাটের আনন্দ জেলার ওডে গ্রামে সংঘটিত এই অপরাধে অভিযুক্ত অপর ৩২ জনকে খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

 

২০০২ সালে গোধরা হত্যাকাণ্ডের জের ধরে সংঘটিত ওই দাঙ্গায় ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কয়েক হাজার লোককে নির্বিচারে হত্যা করা হয় গুজরাটে। ধর্ষিতা হয় অসংখ্য নারী। বহুলোক ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় যাদের মধ্যে অনেকেই আর তাদের আবাসস্থলে ফিরতে পারেনি।

এই সাম্প্রদায়িক দাঙ্গা স্বাধীন ভারতের ইতিহাসে একটি অন্যতম কলঙ্কজনক অধ্যায়।

গত মাসেও একই গ্রামের ২৩ মুসলিম সংখ্যালঘুকে জীবন্ত পুড়িয়ে হত্যার দায়ে ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় একটি আদালত। তবে অভিযুক্ত অপর ২৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।

দাঙ্গার হাত থেকে বাঁচতে নারী, শিশু ও বৃদ্ধ সহ এই ২৩ মুসলিম ওডে গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলো। কিন্তু তাদের সেখানেই জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়।
 
প্রাথমিকভাবে এই মামলাগুলো গুজরাট পুলিশ তদন্ত করলেও পরবর্তীতে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কায় ভারতীয় সুপ্রিম কোর্ট একটি বিশেষ তদন্ত দল গঠনের নির্দেশ দেয়।

২০০২ সালে গুজরাটের গোধরায় একটি হিন্দু তীর্থ যাত্রী বোঝাই ট্রেনে আগুন লেগে ৬০ ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই দাঙ্গা শুরু হয়। তবে গোধরা ট্রেনের অগ্নিকাণ্ডের উৎপত্তি নিয়ে বিতর্ক এখনও অব্যাহত আছে।

গুজরাট রাজ্য সরকারের গঠিত একটি কমিশন ট্রেনে আগুন লাগানোর ঘটনাটিকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়। তবে ২০০৫ সালে ভারতের তৎকালীন কেন্দ্রীয় সরকারের তদন্ত প্রতিবেদনে একে একটি দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে ধারণা প্রকাশ করা হয় দুর্ঘটনাবশত রান্নার স্টোভ থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পুরো ট্রেনে ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

দাঙ্গার প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় সে সময় গুজরাট সরকারের তীব্র সমালোচনা হয়। দাঙ্গার সময় অনেকক্ষেত্রে সরকারি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় ছিলো বলে অভিযোগ ওঠে।

বাংলাদেশ সময়:২১০৩ ঘণ্টা, মে ০৪, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।