ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লির পাতালরেল স্টেশনগুলোতে ইদানীং নারী পকেটমারদের দৌরাত্ম্য বেড়ে গেছে। সম্প্রতি কাশ্মীর গেট পাতালরেল স্টেশন থেকে আট জন নারী পকেটমারকে আটক করেছে দিল্লি মেট্রোর নিরাপত্তা বাহিনী।
সেন্ট্রাল ইন্ডস্ট্রিয়াল সিকুউরিটি ফোর্স (সিআইএসএফ) জানিয়েছে, বৃহস্পতিবার একজন নারী ওই স্টেশনের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত সিআইএসএফ সদস্যদের কাছে অভিযোগ জানালে পকেটমার সন্দেহে আট নারীকে আটক করা হয়।
আটক আট নারীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে বলে জানিয়েছে সিআইএসএফ।
নিরাপত্তা বাহিনীটির মুখপাত্র হেমেন্দ্র সিং জানিয়েছেন, এক নারীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযানে দু’জন পকেটমারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আরো ছয় জন নারী পকেটমারকে আটক করা হয়।
নারী পকেটমারদের এরকম আরো অনেক চক্র রয়েছে বলেও অনুসন্ধানে জানতে পেরেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মে ০৪, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর