ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, মে ৪, ২০১২
ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার হুমকি রাশিয়ার

ঢাকা: যুক্তরাষ্ট্র ইউরোপে বিতর্কিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা এগিয়ে নিলে প্রতিরোধ স্বরূপ পূর্ব ইউরোপে ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা করার হুমকি দিয়েছে রাশিয়া।

গত বছর তৎকালীন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন,  ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হলে রাশিয়া তার জবাব সামরিক পদক্ষেপের মাধ্যমে দেবে।



রাশিয়ার সেই আপত্তির ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দেশটির চিফ অব জেনারেল স্টাফ নিকোলাই মারকোভ আরো একধাপ এগিয়ে বললেন, পরিস্থিতি আরো খারাপ অর্থ্যাৎ সমঝোতা অসম্ভব হওয়ার অবস্থায় উপনীত হলে প্রতিরোধ হিসেবে ধ্বংসাত্মক কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে রাশিয়া।

এদিন মস্কোতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর জ্যেষ্ঠ কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে এ হুমকি দেন মারকোভ।

একই কনফারেন্সে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আনাতোলি সেরদাইয়ুকোভ সতর্ক করে দিয়ে বলেন, এ বিষয়টি নিয়ে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা নিষ্ফল হতে যাচ্ছে।

ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিষয়টি নিয়ে গত কয়েক বছর ধরে রুশ-মার্কিন সম্পর্কে টানাপোড়েন চলছে।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলা করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে- যুক্তরাষ্ট্রের এ দাবি প্রত্যাখ্যান করে রাশিয়া বলছে, এটা করতেই হলে ন্যাটোর সঙ্গে রাশিয়াকে নিয়ে যৌথভাবে করতে হবে। কিন্তু সামরিক জোট ন্যাটো এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক ইস্যু নিয়ে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী বৈঠকটি মস্কোতে অনুষ্ঠিত হয়। এ মাসের শেষের দিকে শিকাগোতে অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে এ দুই দেশের এটিই সর্বশেষ সম্মেলন।

এদিকে রাশিয়া এখনো নিশ্চিত করেনি, তারা ন্যাটো শীর্ষ সম্মেলনে শীর্ষ কর্মকর্তাদের পাঠাবে কি না।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ০৪, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।