ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সন্ত্রাসের পরিকল্পনা: বিজ্ঞানীকে কারাদণ্ড দিলো ফ্রান্সের আদালত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, মে ৪, ২০১২
সন্ত্রাসের পরিকল্পনা: বিজ্ঞানীকে কারাদণ্ড দিলো ফ্রান্সের আদালত

ঢাকা: সন্ত্রাসী হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বিজ্ঞানীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের একটি আদালত। আলজেরীয় বংশোদ্ভুত এই বিজ্ঞানী ফ্রান্সের সম্মানজনক সার্ন ল্যাবরেটরীতে কাজ করতেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।



ই-মেইলের মাধ্যমে আল কায়েদার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে আদলেন হাইশুর নামের এই বিজ্ঞানীকে ২০০৯ সালে গ্রেফতার করে পুলিশ।

ফরাসি কর্তৃপক্ষ দাবি করে আদলেন হাইশুর আল কায়েদার একটি সক্রিয় সন্ত্রাসবাদী ইউনিটের সদস্য, যারা ফ্রান্সের বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করছিলো।

তবে অভিযুক্তের আইনজীবি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন সন্ত্রাসবাদী কোনো পরিকল্পনার সঙ্গে তার মক্কেল জড়িত ছিলেন না।

মূলত একজন পরমাণু পদার্থবিদ হাইশুর ফ্রান্সের শীর্ষস্থানীয় গবেষণাগার সার্নে মহাবিশ্বের উৎপত্তির ওপর গবেষণা করতেন।

প্রেসিডেন্ট সারকোজিকে হুমকি দিয়ে পাঠানো একটি ইমেইল পাঠানোর ঘটনায় তার ওপর নজরদারি করা শুরু করে ফরাসি কর্তৃপক্ষ। মুস্তফা দেচি নামের আল কায়েদার এক সন্দেহভাজন সদস্যের সঙ্গে তিনি বেশ কয়েকটি ই-মেইল আদান প্রদান করেন বলে এ সময় দাবি করে ফরাসি তারা।

তবে ২০০৯ সালে তাকে গ্রেফতারের পর তার পিতার বাড়ি থেকে বেশ কিছু ধর্মীয় বই পুস্তক উদ্ধার করে পুলিশ।

বিচারের শুরুতে ৩৫ বছর বয়সী বিজ্ঞানী স্বীকার করেন তার জীবনের বিপর্যয়কর একটি সময়ে তিনি ওই ই-মেইল আদান প্রদান করেছিলেন।

মেরুদন্ডের ব্যথায় সে সময় মারাত্মক পীড়িত ছিলেন উল্লেখ করে ব্যথা নিরাময়ে নিয়মিত মরফিন নিতেন বলে আদালতে জানান তিনি। তবে তিনি যে কোন হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।

তার আইনজীবি এই রায়কে একটি কেলেঙ্কারি হিসেবে উল্লেখ করে বলেছেন তার মক্কেলকে উদ্দেশ্যমূলক ভাবে ডোবানোর জন্যই এই রায় প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ০৪, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।