ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘৯/১১’ হামলার দায়ে খালিদ শেখসহ ৫ জন অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, মে ৫, ২০১২
‘৯/১১’ হামলার দায়ে খালিদ শেখসহ ৫ জন অভিযুক্ত

ঢাকা: যুক্তরাষ্ট্রে ‘৯/১১’ বলে অভিহিত ভয়াবহ হামলা চালানোর দায়ে কিউবার গুয়ানতানামো বে কারাগারে আটক সন্দেহভাজন হামলাকারী খালিদ শেখ মোহাম্মদ এবং অপর চারজনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে গুয়ানতানামো বে’র একটি সামরিক ট্রাইব্যুনাল।

অভিযুক্ত অপর চারজন হলেন ওয়ালিদ বিন আতাশ, রামজি বিন আল শিব, আলী আবদ আল-আজিজ আলী এবং মুস্তফা আহমাদ আল-হাসাবি।

অভিয্ক্তু এই পাঁচজন হামলার মূল পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলো বলে দাবি করে মার্কিন কর্তৃপক্ষ।  

সামরিক ট্রাইবুনালে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সংঘটিত সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের দায়ে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। ২০০১ সালের এই দিনে নিউইয়র্ক, ওয়াশিংটন ও পেনসিলভানিয়া থেকে যাত্রীবাহী বিমান ছিনতাই করে নিউইয়র্কে অবস্থিত টুইনটাওয়ারসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষবস্তুতে হামলা চালানো হয়। হামলায় ২ হাজার ৯৭৬ জন মানুষ মারা যায় বলে মার্কিন কর্তৃপক্ষ এক হিসাবে জানায়।

শনিবার অভিযুক্তদের বিরুদ্ধে আনীত সন্ত্রাসী কার্যকলাপ, ছিনতাই, ষড়যন্ত্র, হত্যা এবং সম্পদ ধ্বংসের অভিযোগগুলো আদালতে পড়ে শোনানো হবে বলে জানা গেছে।

আদালতে তারা প্রথমবারের মত আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সাধারণ আদালতের পরিবর্তে সামরিক আদালতে বিচারের ফলে তারা ন্যায় বিচার পাবেন কি না তা নিয়ে এখনও বিতর্ক আছে।

উল্লেখ্য, ২০০৯ সালে ওবামা প্রশাসন অভিযুক্ত এ পাঁচজনের বিচার কার্যক্রম যুক্তরাষ্ট্রের সাধারণ আদালতে সরিয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু বিরোধী রাজনীতিকদের চরম বিরোধিতার মুখে ২০১১ সালে সিদ্ধান্ত থেকে সরে আসেন ওবামা।

কুয়েতে জন্ম নেওয়া পাকিস্তানি বংশোদ্ভূত খালিদ শেখ মোহাম্মদকে ২০০৩ সালে পাকিস্তান থেকে গ্রেফতার করা হয়। ২০০৬ থেকে তিনি গুয়ানতানামো বে কারাগারে বন্দি আছেন। এখানে তার ওপর ধারাবাহিক ভাবে অত্যাচার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তার বিরুদ্ধে নির্যাতন চালানোর অভিযোগ স্বীকার করেছে মর্কিন কর্তৃপক্ষ। সিআইএ’র নথি অনুসারেই খালিদ শেখ মোহাম্মদের ওপর ১৮৩ বার ওয়াটারবোর্ডিংয়ের ঘটনা ঘটানো হয়েছে। কুখ্যাত ওয়াটারবোর্ডিং হলো বন্দিদের ওপর নির্যাতন চালানোর জন্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একটি কুখ্যাত কৌশল।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ০৫, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর/রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।