ঢাকা : চলতি বছরের এপ্রিলে ইউরোজোনের বেসরকারি খাত ব্যাপকভাবে সঙ্কুচিত হয়ে পড়েছে। এ সঙ্কোচন প্রাথমিক ধারণার চেয়েও বেশি।
সম্প্রতি অর্থনৈতিক সঙ্কটে নিপতিত ইউরোজোনে পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।
দেখা গেছে, ইউরোজোনের পারসেজিং ম্যানেজারস ইনডেক্স মার্চে ছিল ৪৯ দশমিক ২ শতাংশ। কিন্তু এপ্রিলে তা নেমে আসে ৪৬ দশমিক ৭ শতাংশে। এ সূচক ৫০ এর নিচে নেমে গেলে ধরে নেওয়া হয় খাতটি সঙ্কুচিত হয়েছে।
গত বছরের অক্টোবরের পর এই প্রথম এ সূচকের এত দ্রুত পতন ঘটলো। আর এ সঙ্কোচন গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
নতুন ব্যবসার বাজার পড়ে যাওয়া এবং উৎপাদনশিল্পে রপ্তানি কমে যাওয়া এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। পর্যবেক্ষণ অনুসারে, ইউরোজোনের সামগ্রিক অর্থনীতি প্রান্তিক হিসাবে এপ্রিলে কমেছে ০.৫ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর