ঢাকা : সিরিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর শহরতলীতে শনিবার বোমা বিস্ফোরণে বেশ ক’জন নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে সরকার বিরোধী বিক্ষোভকারীরা।
এদিকে এদিন রাজধানী দামেস্কে দু’টি বোমা বিস্ফোরণে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোর তাল আল-জারাজির জেলায় সংঘটিত বিস্ফোরণে কমপক্ষে তিন জন নিহত হয়েছে।
এর আগে আলেপ্পোতে গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে কমপক্ষে চার জন নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ০৫, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর