ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার দামেস্ক ও আলেপ্পোতে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, মে ৫, ২০১২
সিরিয়ার দামেস্ক ও আলেপ্পোতে বিস্ফোরণ

ঢাকা : সিরিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর শহরতলীতে শনিবার বোমা বিস্ফোরণে বেশ ক’জন নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে সরকার বিরোধী বিক্ষোভকারীরা।

এদিকে এদিন রাজধানী দামেস্কে দু’টি বোমা বিস্ফোরণে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোর তাল আল-জারাজির জেলায় সংঘটিত বিস্ফোরণে কমপক্ষে তিন জন নিহত হয়েছে।

এর আগে  আলেপ্পোতে গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে কমপক্ষে চার জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ০৫, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।