ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উচ্চপ্রযুক্তির সামরিক যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, মে ৫, ২০১২
উচ্চপ্রযুক্তির সামরিক যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করল যুক্তরাষ্ট্র

ঢাকা : বিশ্বব্যাপী সামরিক যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করতে উচ্চতর প্রযুক্তির যোগাযোগ উপগ্রহের উৎক্ষেপণ করল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে গত শুক্রবার অ্যাটলাস-৫ ক্যারিয়ার রকেটে করে স্থানীয় সময় বেলা ২টা ৪২ মিনিটে অ্যাডভান্সড এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি ২ (এইএইচএফ২) প্রযুক্তির স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।



এটি আগামী তিন মাসের মধ্যে ২২ হাজার ৩শ’ মাইল পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
স্যাটেলাইটটি উৎক্ষেপণে ব্যয় হয়েছে একশ’ ৭০ কোটি ডলার। এইএইচএফ নেটওয়ার্কের ভেতরে ষষ্ঠতম হিসেবে এই স্যাটেলাইটটি যুক্ত হলো।

গত ৩ মে স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা থাকলেও বহনকারী অ্যাটলাস-৫ রকেটের কিছু সমস্যার কারণে স্থগিত করা হয়।
প্রথম এইএইচএফ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় ২০১০ সালে। কিন্তু জেটইঞ্জিনে সমস্যার কারণে ২০১১ সালের অক্টোবর পর্যন্ত এটি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ০৫, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।