ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আর্মেনিয়ায় রাজনৈতিক কনসার্টে বেলুন বিস্ফোরণ, আহত ১৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, মে ৫, ২০১২
আর্মেনিয়ায় রাজনৈতিক কনসার্টে বেলুন বিস্ফোরণ, আহত ১৪০

ঢাকা : মধ্য এশীয় প্রজাতন্ত্র আরমেনিয়ার রাজধানী ইয়েরেভানে গত শুক্রবার একটি গ্যাস বেলুন বিস্ফোরণে ১৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে। রোববারে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন উপলক্ষ্যে রাজধানীর কেন্দ্রীয় পাবলিক স্কয়ারে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির আয়োজিত কনসার্টে এই দুর্ঘটনা ঘটে।



বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে দাহ্য পদার্থ যথাযথভাবে সংরক্ষণ না করায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

আর্মেনিয়ার স্বাস্থ্যমন্ত্রী হারুতিয়ান কুশকিনান জানান, ‘দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের প্রত্যেকেই কমবেশি অগ্নিদগ্ধ হয়েছেন। চিকিৎকরা এখন তাদেরকে শঙ্কামুক্ত করার চেষ্টা করছেন। ’

প্রেসিডেন্ট সার্জ সারকিসিয়ান এ ঘটনার পূর্ণ তদন্তের প্রতিজ্ঞা করে বলেছেন, ‘আমি প্রত্যেককে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সবাই আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি। ’

২০০৮ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটিতে এটিই সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন। নির্বাচনে কারচুপির অভিযোগে বিরোধী দলগুলো ব্যাপক বিক্ষোভ করে সে সময়। পুলিশের সঙ্গে বিরোধী দলের সহিংস দাঙ্গায় তখন কমপক্ষে ১০ জন মারা যায়।

তবে বর্তমান প্রশাসন আগামীতে কোনো ধরণের রাজনৈতিক বিশৃঙ্খলা ছাড়াই স্বচ্ছ ও শান্তিপূর্ণ পার্লামেন্ট নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছে।

তবে বিরোধী দল নির্বাচনে যে কোনো ধরনের কারচুপি ও প্রতারণা প্রতিহত করার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সময়:১৯১৫ ঘণ্টা, মে ০৫, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।