ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পেরুর মাদক নিরাময় ক্লিনিকে আগুন: নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, মে ৫, ২০১২
পেরুর মাদক নিরাময় ক্লিনিকে আগুন: নিহত ১৪

ঢাকা: লাতিন আমেরিকার রাষ্ট্র পেরুর একটি মাদক নিরাময় কেন্দ্রে আগুন লেগে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে।   রাজধানী লিমার পূর্বাঞ্চলীয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



সংবাদমাধ্যম জানায়, লিমার ৩০ কিলোমিটার পূর্বে অবস্থি চোসিকা জেলার স্যাকরেড হার্ট অব জেসাস সেন্টার নামের মাদক নিরাময় কেন্দ্রের দ্বিতল ভবনে আগুন ধরে যায়।

ভবনটির মাত্র একজন বাসিন্দা আগুনের হাত থেকে বাঁচতে সক্ষম হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

এর আগেও পেরুর একটি মাদক নিরাময় কেন্দ্রে অনুরুপ অগ্নিকা-ে  গত জানুয়ারিতে ২৭ জন মানুষ নিহত হয়েছিলেন।
জানুয়ারির সেই দুর্ঘটনার পরপরই দেশটিতে অবৈধ ভাবে পরিচালিত মাদক নিরাময় কেন্দ্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি ওঠে দেশটিতে।

ধারণা করা হয় পেরুতে বর্তমানে কার্য্যক্রমরত প্রতি পাঁচটি মাদক নিরাময় ক্লিনিকের মধ্যে মাত্র একটির যথাযথ অনুমোদন আছে।

বাংলাদেশ সময়:২০৫৪ ঘণ্টা, মে ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।