ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নথি ফাঁস

গুতেরেস রাশিয়ার স্বার্থ রক্ষায় ইচ্ছুক, বিশ্বাস যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
গুতেরেস রাশিয়ার স্বার্থ রক্ষায় ইচ্ছুক, বিশ্বাস যুক্তরাষ্ট্রের

মার্কিন সরকার বিশ্বাস করে যে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাশিয়ার স্বার্থ রক্ষায় খুব ইচ্ছুক।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফাঁস হওয়া গোপন নথি থেকে এ তথ্য জানা গেছে।

খবর বিবিসি।

নথিগুলো থেকে বোঝা যায়, ওয়াশিংটন আন্তোনিও গুতেরেসকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

বেশ কয়েকটি নথিতে গুতেরেস এবং তার ডেপুটির মধ্যে হওয়া ব্যক্তিগত কথোপকথনের কথা বর্ণনা করা হয়েছে।

গোপন নথির ফাঁসের এটি সর্বশেষ ঘটনা, যা মার্কিন কর্মকর্তারা গভীরে নাড়া দিয়েছে। নথিতে ইউক্রেনের যুদ্ধ ও বেশ কয়েকজন আফ্রিকান নেতার বিষয়ে উল্লেখ রয়েছে।

এছাড়া ফাঁস হওয়া নথিতে কৃষ্ণ সাগর শস্য চুক্তির ওপর আলোকপাত করা হয়েছে, যেটি বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা কাটাতে গত জুলাই মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় হয়েছিল।

এতে বলা হয়েছে, এই চুক্তিটি অক্ষুন্ন রাখতে গুতেরেস অনেক বেশি তৎপর ছিলেন। তিনি রাশিয়ার দাবি-দাওয়া মেনে নিতে ইচ্ছুক ছিলেন। তিনি রাশিয়ার রপ্তানি ক্ষমতা উন্নত করার ওপর জোর দিয়েছিলেন। এটি করতে গিয়ে যদি রাশিয়ার নিষেধাজ্ঞা পাওয়া প্রতিষ্ঠান ও ব্যক্তির নিষেধাজ্ঞা শিথিল করতে হয় সেটিতেও রাজি ছিলেন তিনি।

সূত্র- বিবিসি

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।