ঢাকা : চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।
শনিবার ভোরে একই মহাসড়কে দুর্ঘটনা দুটি সংঘটিত হয়। এ সময় কমপক্ষে ১২ জন নিহত ও অপর ২১ জন আহত হয়েছে বলে কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদসংস্থাটি।
শনিবার স্থানীয় সময় রাত চারটায় শানতাউ-কুমিং হাইওয়েতে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে ৩ জন নিহত এবং অপর ৪ জন আহত হয়।
এর মাত্র পৌনে এক ঘন্টার মধ্যেই উক্ত ঘটনাস্থল থেকে মাত্র ১২৫ মিটার দূরত্বে ১১টি গাড়ির মধ্যকার সংঘর্ষে আরও ৯ জন মারা যায়। এ সময় ১৭ জন আহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চীনের সরকারি সূত্র অনুযায়ী, দেশটিতে প্রতি বছর শুধু সড়ক দুর্ঘটনাতেই মারা যায় প্রায় ৭০ হাজার মানুষ।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ০৬, ২০১২
সম্পাদনা:শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর