ঢাকা : দক্ষিণ কোরিয়ার বুসান শহরে একটি বার ও ডিসকো ক্লাবে সংঘটিত অগ্নিকান্ডে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় বুসান শহরের একটি স্থানীয় কারাওক বারে (এক প্রকার ডিসকো ক্লাব) আগুন লাগে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ অগ্নিকান্ডের কারণ খতিয়ে দেখছে। তবে দমকল কর্মীদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়েছে।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, দুর্ঘটনার সময় বারের ভেতরটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ায় ভেতরে থাকা লোকজন বের হওয়ার রাস্তা খুঁজে পায়নি। মৃত ব্যক্তিদের প্রত্যেকেই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে বলে ধারণা করছে পুলিশ।
আহত ১ জনের অবস্থা গুরুতর হলেও বাকিরা শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মে ০৬, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর