ঢাকা : রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে যাওয়া শুরু করেছেন ফরাসি ভোটাররা। প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় মুখোমুখি হয়েছেন প্রথম দফায় এগিয়ে থাকা সোস্যালিস্ট প্রার্থী ফ্রাঁসোয়া ওলাদঁ এবং দ্বিতীয় অবস্থানে থাকা রক্ষণশীল প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজি।
চূড়ান্ত দফার নির্বাচনে প্রায় ৪ কোটি ৬০ লাখ ফরাসি ভোটার তাদের পছন্দের প্রেসিডেন্ট নির্বাচন করতে বর্তমানে ভোটকেন্দ্রগুলোর পথে রয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। ইতিমধ্যেই প্রশান্তমহাসাগরীয় অঞ্চলগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফরাসি অঞ্চলগুলোতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। শনিবার থেকেই সেখানে ভোটগ্রহণ শুরু হয়। তবে মূল ভূখণ্ডে ভোট নেওয়া শুরু হয়েছে জিএমটি ০৬০০ ঘণ্টায়। জিএমটি ১৮০০ ঘণ্টায় ভোটগ্রহণ শেষ হবে বলে জানা গেছে।
এদিকে দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী প্রচারণার লড়াইয়ে উভয় প্রতিদ্বন্দ্বীই উভয় প্রতিদ্বন্দ্বীকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন।
নির্বাচনকে সামনে রেখে শুক্রবার রাত থেকেই সকল প্রকার নির্বাচনী প্রচারণা এবং ভোটার মতামত জরিপ আনুষ্ঠানিক ভাবে বন্ধ হয়ে যায়। তবে সর্বশেষ মতামত জরিপে প্রথম দফায় এগিয়ে থাকা সোস্যালিস্ট ওলাদঁ চূড়ান্ত দফাতেও সামান্য ব্যবধানে এগিয়ে আছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ইউরো জোনের সঙ্কটের মুখোমুখি ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য। প্রায় ৮০ শতাংশ ভোটার প্রথম দফায় ভোট কেন্দ্রে উপস্থিত হন বলে জানিয়েছে ফ্রান্সের নির্বাচন কমিশন।
সংবাদমাধ্যম জানিয়েছে ফ্রাঁসোয়া ওলাদঁ ফ্রান্সের মধ্যাঞ্চলীয় তুল্লের একটি ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। অপরদিকে সারকোজি ভোট দেবেন প্যারিসের একটি ভোটকেন্দ্রে।
২২ এপ্রিল অনুষ্ঠিত হওয়া ফ্রান্সের প্রথম দফা নির্বাচনে ২৮.৬৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন ফ্রাঁেসায়া ওলাদঁ। অপর দিকে ২৭.১৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট সারকোজি।
দ্বিতীয় দফার নির্বাচনকে সামনে রেখে উভয় প্রার্থীই প্রথম দফায় ঝরে যাওয়া প্রার্থীদের ভোট কুড়িয়ে নেওয়ার লড়াইয়ে ব্যস্ত ছিলেন। তবে প্রথম দফায় তৃতীয় অবস্থানে থাকা কট্টর ডানপন্থি লে পেন বলেছেন, তিনি নির্বাচনে ফাঁকা ব্যালটে ভোট দেবেন। তার সমর্থকদেরও তিনি তাই করার আহবান জানিয়েছেন।
এদিকে চতুর্থ স্থানে থাকা বামপন্থি প্রার্থী জেন লুক মেলেকোন চূড়ান্ত পর্বে ওলাদঁকে সমর্থন জানিয়েছেন। প্রথম দফায় তাকে সমর্থন করা ১১ শতাংশ ভোটারের প্রতি ওলাদঁকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন তিনি। পাশাপাশি মধ্যপন্থি প্রার্থী ফ্রাসোয়া বেইরুও তার সমর্থকদের ওলাদঁকে সমর্থন দিতে বলেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ০৬, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর