ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফিলিস্তিনে সব ওয়েবসাইট উন্মুক্ত করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, মে ৬, ২০১২
ফিলিস্তিনে সব ওয়েবসাইট উন্মুক্ত করার নির্দেশ

ঢাকা : ফিলিস্তিনে বন্ধ ওয়েবসাইটগুলো উন্মুক্ত করে দিতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এর আগে ফিলিস্তিনি নেতাদের নীতির সমালোচনা করায় এসব সাইট বন্ধ করে দেওয়া হয়েছিল।



ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট রোববার জানিয়েছে, ফিলিস্তিনি নেতা আব্বাস সব ওয়েবসাইট উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গণমাধ্যম, তথ্যপ্রবাহ এবং মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক কোনো পদক্ষেপ না নেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।

দৈনিকটির সূত্রে জানা যায়, গত দু’মাসে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী কমপক্ষে নয় জন সাংবাদিক,  ব্লগার এবং দুর্নীতি বিরোধী কর্মীকে গ্রেফতার করে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এমন সিদ্ধান্ত নিলেন বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ০৬, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।