ঢাকা: জাপানের রাজধানী টোকিওর উত্তর পূর্বাঞ্চলে সাকুবা শহরে রোববার টর্নেডো আঘাত হেনেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
অগ্নি নির্বাপক বিভাগ জানিয়েছে, রাজধানী টোকিও থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে সাকুবা শহরে টর্নেডো আঘাত হানে। দমকল বাহিনী এবং চিকিৎসক দল হেলিকপ্টারে করে দ্রুত ঘটনাস্থলে গেছে।
টর্নেডোর আঘাতে ৩০ থেকে ৫০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেনি।
টোকিও ভূমিকম্প প্রবণ অঞ্চল হলেও এখানে টর্নেডোর আঘাত সাধারণত বিরল ঘটনা।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/ জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর