ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চলে গেলেন কিংবদন্তী শিল্পী ব্রেভেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, মে ৬, ২০১২
চলে গেলেন কিংবদন্তী শিল্পী ব্রেভেট

ঢাকা: জ্যামাইকান ‘স্কা’ মিউজিকের পথিকৃৎ লয়েড ব্রেভেট আর নেই। গত বৃহস্পতিবার ৮০ বছর বয়সে জ্যামাইকাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।



রোববার বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানী কিংস্টনে ছেলে খুন হওয়ার পর গত মার্চে স্ট্রোক করেন ব্রেভেটে। এর পর থেকে তার স্বাস্থ্য মারাত্মকভাবে ভেঙে পড়ে। এরপর আরো কয়েকবার স্ট্রোক হয় তার। মৃত্যুর মাত্র দু’সপ্তাহ আগেও ব্রেভেটের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।

এই মহান শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জ্যামাইকার প্রধানমন্ত্রী পি জে প্যাটারসন। তিনি বলেছেন, ‘ব্রেভেট ছিলেন স্কা এবং খ্যাতি উভয়ের স্রষ্টা। আর এভাবে বললে মোটেও বাড়িয়ে বলা হয় না। ’

লয়েড ব্রেভেটের জন্ম ১৯৩১ সালের ১ আগস্ট জ্যামাইকাতে। ১৯৬৪ সালের জুনে তিনি রোনাল্ড আলফনসো, লয়েড স্টারলিং, ডন ড্রুমোন্ড, জ্যাকি মিটু, জনি মুর, টমি ম্যাককুক, জা জেরি হাইনেস এবং জ্যাকি অপেলের সঙ্গে মিলে স্কাট্যালাইটস ব্যান্ড গঠন করেন।

ব্রেভেট জ্যামাইকান স্কা সঙ্গীতকে সুর এবং শিল্পে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। তার হাতে এই সঙ্গীতের ব্যাপক উৎকর্ষতা সাধিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের রেডিওগুলোতে এ সঙ্গীত প্রচারিত হয় এবং ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ব্রেভেটের হাতে গড়া স্কা সঙ্গীতই জ্যামাইকাকে বিশ্বের মানচিত্রে পরিচিতি করে তোলে। এই সঙ্গীত স্টাইলই পরে সঙ্গীত অঙ্গনের অন্য জনপ্রিয় ধারা ‘ব্লু বিট’, ‘রক স্টেডি’ এবং সব শেষে ‘রেগে’ সঙ্গীতের জন্ম দেয়।

প্রসঙ্গত, রেগে সঙ্গীতের জনপ্রিয় শিল্পী বব মার্লে নিজেও জ্যামাইকান বংশোদ্ভূত। ‘রাস্তাফারিয়ান’ নামে বিশেষ এক দর্শনে বিশ্বাসী এ সঙ্গীত শিল্পী সারা জীবন আফ্রিকান-আমেরিকানদের অধিকার নিয়ে আন্দোলন করে গেছেন। তার গানে সব সময়ই অভিবাসী কৃষ্ণাঙ্গদের কথা থাকত।

লয়েড ব্রেভেট তারই উত্তরসূরী। ব্রেভেটের স্কা থেকে উদ্ভূত রেগে সঙ্গীতকে বব মার্লেই বিশ্বব্যাপী জনপ্রিয় সঙ্গীত ধারা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

ব্রেভেটের স্কাট্যালাইটস ব্যান্ডের অনেকগুলো জনপ্রিয় অ্যালবাম রয়েছে। এর মধ্যে অন্যতম ‘গানস অব ন্যাভারন’ ব্রিটেনে শীর্ষ ৪০ এ স্থান করে নিয়েছিল। ম্যালকম এক্স এবং ম্যান ইন দ্য স্ট্রিটও জনপ্রিয় অ্যালবামগুলোর মধ্যে অন্যতম।

তবে ১৬৯০’এর দশকের শেষ নাগাদ ব্রেভেটের দলটি ভেঙে যায়। পরে অবশ্য আবার তারা সংগঠিত হয় এবং এখনো পারফর্ম করে যাচ্ছে। নতুন সদস্যদের সঙ্গে মনোমালিন্য হওয়ায় ২০০৪ সালে ব্যান্ড দলটি থেকে বের হয়ে যান ব্রেভেট।

স্কাট্যালাইটস ব্যান্ড দলটি অতিসম্প্রতি ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে মস্কোতে অনেকবার ট্যুর করেছে, স্কা সঙ্গীত গেয়ে মাতিয়ে এসেছে রাশিয়া।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মে ০৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।