ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

থাইল্যান্ডে রাসায়নিক কারখানায় আগুন, ১২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, মে ৬, ২০১২
থাইল্যান্ডে রাসায়নিক কারখানায় আগুন, ১২ জনের প্রাণহানি

ঢাকা: থাইল্যান্ডে একটি রাসায়নিক কারখানায় শনিবার অগ্নিকাণ্ডে ১২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ১২৯ জন মানুষ।

নিহতদের বেশিরভাগই কারখানার শ্রমিক। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডটি ঘটে থাইল্যান্ডের রেয়ং প্রদেশের একটি কারখানায়। এ সময় কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। বাতাসে দূর্গন্ধযুক্ত ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনাস্থলের আশপাশ থেকে কয়েকশ’ অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে।

অগ্নিনির্বাপক দল পরিস্থীতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাতাসের মান পরীক্ষা অব্যাহত রেখেছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, আহতদের অধিকাংশের শরীরই আগুনে ঝলসে গেছে। ধারণা করা হচ্ছে হতাহতদের বেশির ভাগই কারখানার শ্রমিক।

এদিকে পুলিশের ফরেনসিক দল অগ্নিকাণ্ডের কারণ খুজেঁ বের করার চেষ্টা করছে। পাশাপাশি উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, রেয়ং প্রদেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি বৃহৎ শিল্প অঞ্চল।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/ জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।