ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আর্মেনিয়ায় অনুষ্ঠিত হচ্ছে পার্লামেন্ট নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, মে ৬, ২০১২
আর্মেনিয়ায় অনুষ্ঠিত হচ্ছে পার্লামেন্ট নির্বাচন

ঢাকা: আর্মেনিয়ায় পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে রোববার। তবে ২০০৮ সালের মতো নির্বাচনী সহিংসতার পুনরাবৃত্তি না হয়ে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবেই শেষ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।



বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট সের্গে সারকিসিয়ানের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি  এবং সরকারের অন্যতম অংশীদার প্রসপেরাস আর্মেনিয়া পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে দেশটির প্রধান বিরোধী পক্ষ সাবেক প্রেসিডেন্ট লেভো পেট্রোসায়ার নেতৃত্বাধীন আর্মেনিয়ান ন্যাশনাল কংগ্রেস যে কোনো ধরণের কারচুপির বিরুদ্ধে সরকারকে সতর্ক করে দিয়েছে।

বিরোধী দল ইতিমধ্যেই নির্বাচনে কারচুপির আশঙ্কা ব্যক্ত করেছে। তবে বর্তমান প্রেসিডেন্ট সারকিসিয়ান নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আর্মেনিয়ার পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ৩০০ পর্যবেক্ষকের একটি দলকে পাঠিয়েছে। পর্যবেক্ষকরা জানিয়েছেন নির্বাচনী প্রচারণায় সব প্রার্থীই বাধাহীন ভাবে প্রচারণা চালিয়েছে তবে বেশ কিছু জায়গায় ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি ক্ষমতার অপব্যবহার করেছে।

২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর বিরোধী দলের হাজার হাজার সমর্থক কারচুপির অভিযোগে রাস্তায় নেমে এসেছিলো। ওই নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী সের্গে সারকিসিয়ান বিজয়ী বলে ঘোষিত হন। সহিংসতায় দশজন প্রতিবাদকারী নিহত হয় তখন।

তবে ২০০৮ এর নির্বাচন একটি গড় মান বজায় রাখতে পেরেছে বলে অভিমত দেয় নির্বাচন পর্যবেক্ষণকারী ইউরোপীয় পর্যবেক্ষকরা। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি ৩৩ শতাংশ ভোট পেয়ে আর্মেনিয়ার প্রধান রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয় ওই নির্বাচনে।

এবারের নির্বাচনের প্রধান ইস্যু বেকারত্ব ও দারিদ্র বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে দেশটি ইতিমধ্যেই মারাত্মকভাবে আক্রান্ত।

বাংলাদেশ সময়:১৯৩৭ ঘণ্টা, মে ০৬, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।