ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আগুনে ভস্মিভূত হলো কাষ্ঠনির্মিত উচ্চতম ভবন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, মে ৬, ২০১২
আগুনে ভস্মিভূত হলো কাষ্ঠনির্মিত উচ্চতম ভবন

ঢাকা: কাঠ নির্মিত বিশ্বের উঁচুতম ভবনটি আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আরখানজেলৎস্ক শহরের ওই ভবনটিতে আগুন লাগে গত শনিবার দিবাগত রাতে।

আঞ্চলিক জরুরি সহায়তা বিভাগ রোববার এ খবর নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, নিকটস্থ একটি গোসলখানায় আগুনের সূত্রপাত হয়। পরে প্রবল বাতাসে সে আগুন ওই কাষ্ঠনির্মিত ভবনটিতে ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যে পুরো ভবনটি পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

১৩ তলা বিশিষ্ট ১৪৪ ফুট উচ্চতার ওই আবাসিক ভবনটি ১৯৯২ সালে নির্মাণ করেন স্থানীয় উদ্যোক্তা নিকোলাই সুতিয়াগিন। নির্মাণের পর থেকে আজ অবধি ভবনটি ছিল বিশ্বের উচ্চতম কাষ্ঠনির্মিত ভবন।

অবশ্য সেখানে এ ধরনের ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেননি তিনি।

স্থানীয় কর্তৃপক্ষ ২০০৮ সালে এই ভবনকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দেয় এবং ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। সে বছরের শেষের দিকে ভবনটিকে ভিত্তির চারতলাসহ অন্যত্র স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মে ০৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।