ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

নিজ দেশেই বোমা মেরে দিল রুশ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, এপ্রিল ২১, ২০২৩
নিজ দেশেই বোমা মেরে দিল রুশ যুদ্ধবিমান

রাশিয়ার একটি যুদ্ধবিমান নিজের দেশের একটি শহরে বোমা মেরে দিয়েছে। ইউক্রেন সীমান্তে অবস্থিত শহরটির নাম বেলগরদ।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটিই বলছে।  

আঞ্চলিক গভর্নর ভিয়াশেস্লাব গ্লাদকভ বলেন, বোমা বিস্ফোরণে শহরের কেন্দ্রস্থলে প্রায় ২০ মিটার (৬০ ফুট) প্রশস্ত একটি বিশাল গর্ত তৈরি করেছে।

এই বোমা নিক্ষেপের ফলে তিন ব্যক্তি আহত হয়েছেন। কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। একটি অ্যাপার্টমেন্ট খালি করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এসইউ-৩৪ যুদ্ধবিমান দুর্ঘটনাবশত বোমাটি ছোড়ে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটের দিকে বোমাটি পড়ে।

শহরের কেন্দ্রস্থলের কাছে দুটি সড়কের সংযোগস্থলে আবাসিক ভবনের পাশেই বোমাটি পড়ে বিস্ফোরিত হয়। আহত দুজনকে হাসপআতালে নেওয়া হয়েছে।  

এই বিষয়ে তদন্ত চলছে।  

সূত্র- বিবিসি

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।