ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানকে তেলের দাম ইউয়ানে শোধ করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, মে ৮, ২০১২
ইরানকে তেলের দাম ইউয়ানে শোধ করবে চীন

ঢাকা: নিজস্ব মুদ্রা ইউয়ানের মাধ্যমে ইরান থেকে তেল কিনবে চীন। ইরান থেকে আমদানি করা অপরিশোধিত তেলের দাম চীন ইউয়ানে শোধ করবে বলে জানিয়েছেন ইরানের এক কূটনীতিক।



বিশ্ববাজারে তেলের মূল্য পরিশোধে মূলত মার্কিন ডলারের ব্যবহার হয়ে থাকে। তবে সম্প্রতি ইরানের ওপর বাণিজ্যিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে ডলারে লেনদেন করতে বর্তমানে সমস্যার সম্মুখীন হচ্ছে ইরান।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা ফায়াদ জানান, চীনে তেল রপ্তানি থেকে প্রাপ্ত অর্থের বিনিময়ে ইরান চীন থেকে বিভিন্ন ধরনের পন্য ও সেবা ক্রয় করে থাকে। বিশ্বে ইরানের রপ্তানিযোগ্য অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন।

তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধে চাপ প্রয়োগ করতে ইরানের থেকে তেল আমদানি বন্ধ রাখার বিষয়ে বেইজিংয়ের ওপর চাপ প্রয়োগ করে আসছে যুক্তরাষ্ট্র।

তবে ডলারের বিকল্প মুদ্রা হিসেবে ইউয়ানকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য চীন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ০৮, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।