ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

৪৪ আরোহী নিয়ে রুশ জেট নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, মে ৯, ২০১২
৪৪ আরোহী নিয়ে রুশ জেট নিখোঁজ

ঢাকা: রাশিয়ার সুখোই সুপারজেট-১০০ বিমানটি পরীক্ষামূলক ফ্লাইটে বুধবার ইন্দোনেশিয়ার আকাশে নিখোঁজ হয়ে গেছে। অনুসন্ধান এবং উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাজধানী জাকার্তার দক্ষিণের আকাশে বিমানটি নিখোঁজ হয়ে যায়।

এতে কমপক্ষে ৪৪ জন আরোহী ছিল।

ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজন্সির মুখপাত্র গাগাহ প্রাকোসো জানিয়েছেন, সকালে উড্ডয়নের পর ইন্দোনেশিয়ার বোগোর এলাকায় গিয়ে বিমানটি সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বলেন, ‘আমরা বিমানটি এখনো খুঁজছি তবে এখনো নিশ্চিত নই এটি কোথাও বিধ্বস্ত হয়েছে কি না। ’

রাশিয়ার পত্রিকা রিয়া নভোস্তি বিমানটি হারিয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে। বিমানে আটজন রুশ আরোহী ছিলেন বলে জানিয়েছে দৈনিকটি। তারা আরো জানিয়েছে, এটি একটি যাত্রীবাহী বিমান ছিল। ক্রেতাদের দেখানোর জন্য বুধবার সকালে এর পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ০৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।