ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সমকামী বিয়ে নিষিদ্ধ করার পক্ষে নর্থ ক্যারোলিনায় জনরায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, মে ৯, ২০১২
সমকামী বিয়ে নিষিদ্ধ করার পক্ষে নর্থ ক্যারোলিনায় জনরায়

ঢাকা : সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনায় নিষিদ্ধ হল সমকামী বিয়ে। মঙ্গলবার ৬১ শতাংশ ভোটে এ ব্যাপারে একটি অধ্যাদেশ পাসের মাধ্যমে সংবিধানে এ পরিবর্তন আনা হয়।

অধ্যাদেশটিতে বলা হয়, নারী ও পুরুষের মধ্যকার বিয়েই হচ্ছে একমাত্র বৈধ পারিবারিক সম্পর্ক। নর্থ ক্যারোলিনা হল যুক্তরাষ্ট্রের ২৯তম রাজ্য যেখানে সমকামী বিয়ে নিষিদ্ধ করা হল।

ইতিপূর্বে এ রাজ্যে সমকামী বিয়েকে আইনবহির্ভূত বলে ঘোষণা করা হয়। তবে সাংবিধানিক অধ্যাদেশ পাসের মাধ্যমে এই ঘোষণা আরও মজবুত ভিত্তি পেল।

তবে কোনো ধরণের প্রচারণায় প্রলুব্ধ হয়ে এ অধ্যাদেশের প্রতি সমর্থন না দিতে নর্থ ক্যারোলিনার জনগণকে অনুরোধ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনিও এ পরিবর্তনের বিরুদ্ধে ছিলেন।

অধ্যাদেশের বিরোধিতাকারিদের মতে, অধ্যাদেশটি অবিবাহিত জুটিগুলোর ব্যাপারে কোন স্পষ্ট ধারণা দেয় না। অধ্যাদেশের বিরোধীরা তাদের প্রচারণার উদ্দেশ্যে  দুই মিলিয়ন মার্কিন ডলারের ফান্ড গঠন করেছিলো। অপরদিকে সমর্থনকারীদের ফান্ডে জমা হয় এক মিলিয়ন ডলারেরও কম অর্থ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘন্টা, মে ০৯, ২০১২

সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।