ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রতিশ্রুতির ৯৮ ভাগ অস্ত্র ও সাঁজোয়া যান পেয়েছে ইউক্রেন: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
প্রতিশ্রুতির ৯৮ ভাগ অস্ত্র ও সাঁজোয়া যান পেয়েছে ইউক্রেন: ন্যাটো

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটো জোট ও মিত্ররা এখন পর্যন্ত ইউক্রেনকে এক হাজার ৫৫০টি সাঁজোয়া যান এবং ২৩০টি ট্যাংক দিয়েছে।

তিনি বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে ন্যাটো জোট এ পর্যন্ত যে কম্ব্যাট ভেহিক্যাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তার ৯৮ ভাগ দেওয়া হয়েছে।

লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী হাভিয়ার বেতেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ এসব তথ্য জানান।

তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন কন্টাক্ট গ্রুপ এবং অন্য অংশীদাররা ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ থেকে শুরু করে নজিরবিহীন সমর্থন দিয়েছে।

ন্যাটো প্রধান বলেন, আমরা এ পর্যন্ত ইউক্রেনের নয়টি নতুন সাঁজোয়া ব্রিগেডকে প্রশিক্ষণ দিয়েছি। রাশিয়ার কাছ থেকে দখল করা ভূমি পুনরুদ্ধারে এই প্রশিক্ষণ ইউক্রেনকে শক্ত অবস্থানে রাখবে।

ইউক্রেনের মিত্ররাও ‘বিশাল পরিমাণে গোলাবারুদ’ পাঠিয়েছে। কিছু ন্যাটো অংশীদার দেশ যেমন, সুইডেন এবং অস্ট্রেলিয়াও সাঁজোয়া যান সরবরাহ করেছে।

তবে স্টলটেনবার্গ সতর্ক করেছেন যে, আমাদের কখনই রাশিয়াকে অবমূল্যায়ন করা উচিত নয়।

সূত্র- আল জাজিরা

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।