ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সংক্রমণজনিত ক্যান্সার, এড়ানো সম্ভব সহজেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, মে ৯, ২০১২
সংক্রমণজনিত ক্যান্সার, এড়ানো সম্ভব সহজেই

ঢাকা : ক্যান্সারে আক্রান্তদের মধ্যে প্রতি ছয় জনের একজনই সংক্রমণজনিত ক্যান্সারের শিকার। সাম্প্রতিক এক সমীক্ষায় এ বিষয়টি জানা গেছে।

এতে দেখা গেছে, পৃথিবীতে প্রতি বছর শুধুমাত্র সংক্রমণজনিত ক্যান্সারে আক্রান্ত হচ্ছে প্রায় ২০ লাখ লোক।

অথচ চিকিৎসার মাধ্যমে খুব সহজেই এটা প্রতিরোধ করা যায়। ল্যানচেট অনকোলজি’র এক সাম্প্রতিক পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।

১২৭টি দেশের ক্যান্সার রোগীদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে- চার ধরনের জীবাণু এই ক্যান্সারের জন্য দায়ী।

হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেলিকোব্যাকটার পাইলোরি, হেপাটাইটিস বি এবং সি ভাইরাস হলো এই চারটি  জীবাণু। এসব জীবাণুর সংক্রমণে মানুষ সারভিকাল, গাট ও লিভার ক্যান্সারে আক্রান্ত হয়।

লক্ষ্যণীয় বিষয় হচ্ছে- উন্নয়নশীল দেশগুলোতেই এ ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি।

ফ্রান্সের দি ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের মতে, প্রতিরোধযোগ্য এসব ক্যান্সার প্রতিরোধ করতে আরও সক্রিয় উদ্যোগ নিতে হবে। পাশাপাশি জোর দিতে হবে ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা তৈরিতেও।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘন্টা, মে ০৯, ২০১২

সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।