ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সাইবার অপরাধের পেছনে আন্তর্জাতিক গ্যাং: ইন্টারপোল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, মে ৯, ২০১২
সাইবার অপরাধের পেছনে আন্তর্জাতিক গ্যাং: ইন্টারপোল

ঢাকা : ইন্টারনেটে প্রতারণা এবং সাইবার অপরাধ বেড়ে যাওয়ার পেছনে আন্তর্জাতিক সংগঠিত চক্র কাজ করছে বলে জানিয়েছে পুলিশের আন্তর্জাতিক সংগঠন ইন্টারপোল। তারা আরো জানিয়েছে, সাইবার ক্রাইমের ক্ষতি সারা বিশ্বে কোকেইন, হেরোইন এবং মারিজুয়ানা চোরাচালানে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি।



গত মঙ্গলবার পুলিশের এই ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংস্থার প্রেসিডেন্ট খো বুন হুই ইসরায়েলের রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত ইউরোপের আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য দেন।

লন্ডনের মেট্রোপলিটন ইউভার্সিটির একটি জরিপের উল্লেখ করে খো বলেন, অনলাইনে সংঘঠিত অপরাধের ৮০ শতাংশই ঘটায় সংগঠিত গ্যাং। এরা বিশ্বব্যাপী নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে।

তিনি বলেন, ‘অপরাধী চক্রগুলো বুঝতে পেরেছে, আন্তর্জাতিক এবং সাইবার ক্রাইম এখন অন্যান্য পন্থার চেয়ে অনেক বেশি লাভজনক এবং এতে ঝুঁকিও কম। ’

তিনি জানান, মাদক চোরাচালানের চেয়ে সাইবার ক্রাইমের কারণে ক্ষতির পরিমাণ অনেক বেশি। এ ক্রাইমের কারণে শুধু ইউরোপেই প্রতি বছর ৭৫ হাজার কোটি ইউরো ক্ষতি হচ্ছে। এ অপরাধের মধ্যে অবৈধ জুয়া এবং ক্রেডিট কার্ড ও ব্যাংকিং প্রতারণা অন্যতম।

যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য মতে, তাদের ব্যাংকগুলো গত বছর সাধারণ ডাকাতির কারণে ৯০ কোটি ডলার খুইয়েছে। কিন্তু সাইবার ক্রাইমের কবলে পড়ে খুইয়েছে ১২শ’ কোটি ডলার।

সাইবার হামলার কারণে বিশ্ব নিরাপত্তাও হমুকির মুখে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন খো বুন হুই। এমনকি এ আশঙ্কা থেকে ইন্টারপোলও মুক্ত নয়। কারণ এরই মধ্যে সংস্থাটি আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসের একাধিক হামলার শিকার হয়েছে বলে জানান তিনি।

জরিপে পাওয়া যায়, প্রতি মিনিটে বিশ্বব্যাপী এক হাজারটিরও বেশি সাইবার হামলা হচ্ছে। এছাড়া, হ্যাকারদের কারণে ক্রেডিট কার্ড পরিসেবা গ্রাহকদের নিরপত্তাও হুমকির মুখে। অনেক সময় তারা অনেক গ্রাহকের বিস্তারিত তথ্য ইন্টারনেটে উন্মুক্ত করে দেয়।

হ্যাকারদের কবল থেকে মুক্ত নয় বিশ্বের বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাগুলোও। এর মধ্যে সিআইএ, এফবিআই, স্কটল্যান্ড ইয়ার্ড, মোসাদও রয়েছে। আবার গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসাও গত বছর হাজারখানেকেরও বেশি বার সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ০৯, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।