ঢাকা: গত বছরের চর্তুথ প্রান্তিকে এসে ব্যাপক মুনাফা করেছে বিশ্বের বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। গত বছরের বিপর্যয় কাটিয়ে এ সময় কোম্পানির মুনাফা পাঁচগুণ বেড়েছে।
গত বছরের মার্চে জাপানে সুনামি এবং ভয়াবহ ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে টয়োটা। এছাড়া পশ্চিমে অর্থনৈতিক সঙ্কটের কারণে গাড়ির প্রধান বাজার যুক্তরাষ্ট্রে মন্দাভাব থাকায় এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির রপ্তানি বাজার ব্যাপকভাবে সঙ্কুচিত হয়।
তবে এসব বিপর্যয় কেটে উঠে চলতি বছরের মার্চের শেষ নাগাদ তিন মাসে মুনাফার পরিমাণ দাঁড়ায় ১২ হাজার একশ কোটি ইয়েন। যা গত বছর একই সময়ের চেয়ে ২ হাজার ৫শ’ ৪০ কোটি ইয়েন বেশি।
সুনামি এবং ভূমিকম্পের কারণে গত বছর টয়োটার মুনাফা কমেছিল ৩০ শতাংশ বা ২৮ হাজার ৩শ’ ৫০ কোটি ইয়েন। এতে করে উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয় কোম্পানির।
টয়োটা চলতি অর্থবছরে তাদের নেট মুনাফা ৭৬ হাজার কোটি ইয়েন হবে বলে অনুমান করেছে।
এই বিষয়ে টয়োটার প্রেসিডেন্ট আকিও তয়োদা বলেছেন, ‘আমরা টয়োটার জন্য এমন একটি ব্যবসায়িক ভিত্তি তৈরি করতে চাই যা যেকোন প্রতিকূলতার মধ্যে কোম্পানির মুনাফা নিশ্চিত করবে। ’
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ০৯, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/ জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর