ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্লাস্টিকে আচ্ছন্ন উত্তর প্রশান্ত মহাসাগরের উপকূল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, মে ৯, ২০১২
প্লাস্টিকে আচ্ছন্ন উত্তর প্রশান্ত মহাসাগরের উপকূল

ঢাকা: প্রশান্ত মহাসাগরের উত্তর পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় ভেসে বেড়াচ্ছে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য। গত ৪০ বছর ধরে এসব প্লাস্টিক জমতে জমতে সাগরে সৃষ্টি হয়েছে প্লাস্টিকের আর্বজনার স্তর।

স্ক্রিপস ইন্সটিটিউশন অব ওশানোগ্রাফির বিজ্ঞানীরা ক্যালিফোর্নিয়ার উপকূলবর্তী সাগরে গবেষণা চালিয়ে প্লাস্টিক আবর্জনার এই বিপুল বিস্তৃতির খোঁজ পায়।

বায়োলজি লেটার নামের সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি সাগরে জমতে থাকা প্লাস্টিকের ব্যাপারে তাদের উদ্বেগ প্রকাশ করে। বিগত বছরগুলোর প্লাস্টিকের বিস্তৃতির ব্যাপারে সুনির্দিষ্ট তথ্যও প্রতিষ্ঠানে জমা রয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের গবেষক মারিয়াম গোল্ডস্টেইন বলেন, ‘এমনটি আমরা আশা করিনি। উত্তর প্রশান্ত মহাসাগর উপকূলে বেড়াতে গেলে আপনি কি দেখতে পাবেন সেটা বলা মুশকিল। সেখানে পরিষ্কার কোন জায়গা খুঁজে পাওয়ার ব্যাপারটা সত্যিই বিস্ময়কর হবে। ’

সাগরে ফেলে দেওয়া প্লাস্টিক স্বভাবতই ভেসে বেড়ায়। তবে সূর্যালোক এবং সাগরের ঢেউয়ের প্রভাবে এসব প্লাস্টিক ক্ষয় হতে থাকে। সময়ের আবর্তে এগুলো খুবই ছোট আকার ধারণ করে। প্লাস্টিকের এসব ক্ষুদ্রাংশ এক সময় সাগরেই শোষিত হয়ে যায়।

তবে স্ক্রিপসের বিজ্ঞানীদের চোখে অন্যরকম এক চিত্র ধরা পড়ে। সাগরে ভেসে বেড়ানো এসব প্লাস্টিক হ্যালোবেটস সেরিসিয়াস নামক এক প্রকার সামুদ্রিক জীবের ডিম পাড়ার নিরাপদ আধার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরা সাধারণত সামুদ্রিক পাখির পালক, আলকাতরার ডেলা কিংবা পাথরের ডিম পাড়লেও এখন এই ভাসমান প্লাস্টিকগুলিই তাদের ডিমের সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘন্টা, মে ০৯, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।