ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদি আরবে নিতাকাত কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, মে ৯, ২০১২
সৌদি আরবে নিতাকাত কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু

ঢাকা: সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় রোববার থেকে আনুষ্ঠানিকভাবে নিতাকাত কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু করেছে। সৌদি আরবের কোম্পানিগুলোতে স্থানীয় নাগরিকদের যোগদান ও অংশগ্রহণ আরো বৃদ্ধি করতে গত বছর এই কর্মসূচি গ্রহণ করে দেশটির শ্রম মন্ত্রণালয়।



এর ফলে বাংলাদেশসহ বিদেশি শ্রমিকরা সংকটের মুখে পড়বে বলে মনে করছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা গেছে, ‘স্থানীয় সমাজে একীভূত হওয়ার পথ’ শীর্ষক প্রচারণায় সবুজ ও প্রিমিয়াম ক্যাটাগরির কোম্পানিগুলোর অভিজ্ঞতা উল্লেখ করে প্রচারণা চালানো হবে এই কর্মসূচির মাধ্যমে। এই কোম্পানিগুলোর অভিজ্ঞতা প্রদর্শন করে দেখানো হবে বিভিন্ন বাধা মোকাবেলা করেও তারা কিভাবে কাংখিত সৌদিজেশন মানে পৌঁছাতে সক্ষম হয়েছে।
এই প্রচারণার ব্যাপারে সৌদি আরবের শ্রমমন্ত্রী লাবোর আদেল ফাকিহ বলেন, ‘অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য এই প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা একটি দৃষ্টান্তমূলক বাস্তব উদাহরণ। এ ধরনের প্রতিষ্ঠানগুলো জাতীয় মানবসম্পদকে কোম্পানি ও দেশের স্বার্থে সাফল্যজনকভাবে আকর্ষণ ও প্রশিক্ষন প্রদানে সক্ষম হয়েছে। ’

তিনি বলেন, এই সফল প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা থেকে প্রেরণা ও শিক্ষা নিয়ে যে প্রতিষ্ঠানগুলো এখনও কাঙ্ক্ষিত সৌদিজেশন মানে পৌঁছাতে পারেনি তারা উপকৃত হতে পারে।

মন্ত্রী চাকরি বাজারের সমস্যা দূর করার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশিদারীত্বের ওপর জোর দেন। কাজের পরিবেশ আরো ভালো করে শ্রমিকদের আকর্ষণ করতে এর প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সৌদি শ্রম মন্ত্রণালয় গত বছর এই কর্মসূচির প্রথম ধাপের কার্যক্রম শুরু করে। এতে সব ব্যক্তি মালিকানাধীন কোম্পানিকে তাদের অভিজ্ঞতা ও সফলতার বিবরণ সরকারকে জানাতে নির্দেশ দেয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ০৯, ২০১২

সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।