ঢাকা: হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে বেঁচে গেলেন ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডা। বুধবার প্রাদেশিক রাজধানী রাঁচির বিরসা মুণ্ডা বিমানবন্দরে তাকে বহনকারী হেলিকপ্টারটি জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় বলে জানায় কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, মু্খ্যমন্ত্রীসহ হেলিকপ্টারের আরোহী অপর পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই মুখ্যমন্ত্রীকে দ্রুত এপোলো হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
দুর্ঘটনার সময় মুণ্ডার স্ত্রী মিরাও হেলিকপ্টারে ছিলেন। ঝাড়খণ্ড পুলিশের মহাপরিচালক জিএস রাথ বলেন মুণ্ডার আঘাত গুরুতর নয় এবং তার স্ত্রীও নিরাপদে আছেন। তবে হেলিকপ্টারের সহকারী পাইলট মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।
রাঁচি পুলিশের আইজি এম এস ভাটিয়া বলেন, হেলিকপ্টারের সব আরোহীই কমবেশি আহত হয়েছেন। কারিগরী সমস্যার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয় বলে জানান তিনি।
মাটি থেকে ৩০ ফুট উপরে থাকা অবস্থায় হেলিকপ্টারটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাইলটরা। স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার সময় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।
মুণ্ডা রাজ্যের সারাইকেলা থেকে হেলিকপ্টারে করে রাজধানী রাঁচিতে আসছিলেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও সৌভাগ্যবশত এতে আগুন ধরেনি।
অগাস্টা এ ডব্লিউ ১০৯ হেলিকপ্টারটির মালিক আরিয়ান এভিয়েশন। দুর্ঘটনার পরপরই বিমানবন্দরের সব কার্যক্রম এবং ফ্লাইট স্থগিত রাখা হয়।
দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ০৯, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর/ জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর