ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

স্ত্রীকে হতে হবে সীতার মতোই পতিপরায়ণ : বোম্বে হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, মে ৯, ২০১২
স্ত্রীকে হতে হবে সীতার মতোই পতিপরায়ণ : বোম্বে হাইকোর্ট

ঢাকা : স্ত্রীদের সীতার মতো পতিপরায়ণ হওয়া উচিৎ বলে মত দিয়েছেন বোম্বে হাইকোর্ট। গত মঙ্গলবার বিয়ে বিচ্ছেদের একটি আবেদনের শুনানিতে পিবি মজুমদার এবং অনুপ মোহতা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেন, বিবাহিত মেয়েদের দেবী সীতার কাছে অনেক কিছু শেখার আছে।



স্ত্রীকে স্বামীর প্রতি অনুগত থাকা উচিৎ উল্লেখ করে হাইকোর্ট বলেন, ‘সীতা তার স্বামী রামের সঙ্গে বনবাসেও গিয়েছেন। সেখানে তিনি ১৪ বছর কাটিয়েছেন। সব স্ত্রীর উচিৎ সীতার আদর্শ অনুসরণ করা। ’

জানা গেছে, শিপিং করপোরেশন অব ইন্ডিয়ার এক কর্মচারী স্ত্রীকে নয়া কর্মস্থল পোর্ট ব্লেয়ারে তার সঙ্গে বসবাসের জন্য বললে স্ত্রী প্রত্যাখ্যান করেন। এ ঘটনার জের ধরে ওই ব্যক্তি আদালতে বিয়ে বিচ্ছেদের আবেদন করেন।

জানা যায়, ওই দম্পতি ২০০০ সালে পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। স্ত্রীর বাবার বাড়ি মুম্বাই এবং স্বামীর কলকাতা। তবে স্বামীর জাহাজে চাকরির সুবাদে প্রথম পাঁচ বছর স্ত্রী মুম্বাইতেই বসবাস করেন। ২০০৫ সালে পোর্ট ব্লেয়ারে ল্যান্ড পোস্টিংয়ের পর স্বামী তার স্ত্রীকে সেখানে যেতে বলেন। কিন্তু স্ত্রী সেখানে যেতে অসম্মতি জানান। এ নিয়ে অনেক দিন বিরোধ চলার পর বাধ্য হয়ে স্বামী ডিভোর্সের আবেদন করেন।

তবে আদালত যুধ্যমান ওই দম্পতির নয় বছরের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাদের একসঙ্গে থাকার পরামর্শ দেন। আদালতের কথায় স্বামী ভদ্রলোক মন কিছূট তরল হয়ে ডিভোর্সেরি বিষয়টি পুনর্বিবচনায় সম্মত হন। কিন্তু স্ত্রী তাতে সাড়া দেননি।

আদালতএ মামলায় ফয়সালার জন্য ২১ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ০৯, ২০১২
সম্পদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।