ঢাকা: ব্রাজিলে মঙ্গলবার সন্ধ্যায় মিলিটারি পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট জন আরোহী নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন অভিযুক্ত খুনের আসামিও রয়েছে।
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, হেলিকপ্টারটি পিরানহা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে যে খুনের আসামি ছিলেন তিনি দুই সপ্তাহ আগে গোইয়াস প্রদেশে সাত ব্যক্তিকে হত্যা করেছেন।
দোভারলান্দিয়া থেকে গোইয়াস প্রদেশে রাজধানী গোয়াইয়ানিয়া ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছে, হেলিকপ্টারটি আকাশেই সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ০৯, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/ জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর