ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ডিসেম্বর থেকে এ পর্যন্ত ইউক্রেনে ২০ হাজার রুশ সৈন্য নিহত 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মে ২, ২০২৩
ডিসেম্বর থেকে এ পর্যন্ত ইউক্রেনে ২০ হাজার রুশ সৈন্য নিহত 

ডিসেম্বরে ইউক্রেনের দোনেৎস্কে যুদ্ধ তীব্র হওয়ার পর থেকে রাশিয়ার অন্তত এক লাখ সৈন্য হতাহত হয়েছে। এর মধ্যে প্রাণ গেছে ২০ হাজার সৈন্যের।

 

সোমবার এমন ধারণার কথা জানায় হোয়াইট হাউজ। এদিন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, সদ্য প্রকাশ করা চিত্রটি মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি।  

তবে গোয়েন্দারা কীভাবে এই সংখ্যা ঠিক করলেন, সে বিষয়ে কিরবি বিস্তারিত কিছুই বলেননি।  

কিরবি বলেন, নিহত সেনাদের অর্ধেকই ভাড়াটে গোষ্ঠী ভাগনারের নিয়োগ দেওয়া। এই গোষ্ঠীতে নিয়োগ পাওয়া অনেকেই রাশিয়ার কারাদণ্ডপ্রাপ্ত নাগরিক।  

পূর্বাঞ্চলীয় প্রদেশের বাখমুত শহরের চারপাশে ভয়াবহ যুদ্ধ চলছে, যেখানে ভাগনার ও অন্যান্য বাহিনী ইউক্রেনের বাহিনীর সঙ্গে লড়ে যাচ্ছে। রুশ সেনারা ইউক্রেনের হাতে থাকা পশ্চিমের সর্বশেষ সড়কটি দখলে নিতে চাইছে।  

কিরবি বলেন, মূল বিষয়টি হলো যে রাশিয়ার আক্রমণাত্মক প্রচেষ্টা কয়েক মাসের লড়াই ও অসাধারণ ক্ষতির পরে পাল্টা আঘাত করেছে।  

তিনি বলেন, সামরিক প্রচেষ্টার পরও রাশিয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে ব্যর্থ হয়েছে। রাশিয়া নিজের সামরিক মজুত ও তার সশস্ত্র বাহিনীকে নিঃশেষ করে দিয়েছে।

হোয়াইট হাউজের মুখপাত্র ইউক্রেনের ক্ষয়ক্ষতির কোনো ধারণা দেননি। কেননা, ইউক্রেন এখানে ভুক্তভোগী, আর রাশিয়া আগ্রাসী।  

ইউক্রেনের গ্রাউন্ড ফোর্সের  প্রধান ওলেকসান্দ্র সিরিস্কি বলেন, রাশিয়া বাখমুত দখলে নেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, মে ২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।