ঢাকা: শক্তিশালী বিস্ফোরণে বৃহস্পতিবার কেঁপে উঠলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতার কেন্দ্র রাজধানী দামেস্ক। রাজধানীর দক্ষিণে অবস্থিত সিরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ের ঠিক বাইরেই এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।
সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে দামেস্কের শহরতলী কাজাজে বৃহস্পতিবার সকালের দিকে পরপর দুটি বিস্ফোরণ সংঘটিত হয়।
বিস্ফোরণে কমপক্ষে ৫৫ জন নিহত এবং অপর ৩৭২ জনের আহত হওয়ার কথা স্বীকার করেছে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে এ সময়ে বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া অনেকগুলো যানবাহন দেখানো হয়।
স্থানীয় সময় সকাল ৮টার দিকে প্রথম বিস্ফোরণ সংঘটিত হয়। এ সময় বিস্ফোরণস্থলে কৌতুহলী মানুষ এবং নিরাপত্তা সদস্যরা উপস্থিত হলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। দ্বিতীয় বিস্ফোরণটি অপেক্ষাকৃত ভয়াবহ ছিলো বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
হতাহতদের প্রায় সবাই বেসামরিক লোক বলে দাবি করছে সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী কাজাজে অবস্থিত ফার সাসেহ জেলার সব প্রবেশমুখ বন্ধ করে দেয়। সিরিয়ার সামরিক গোয়েন্দা কমপ্লেক্স অবস্থিত এখানেই । ধারণা করা হয় এখান থেকে সিরিয়ার সরকার বিরোধী আন্দোলন দমনের সকল পরিকল্পনা প্রণয়ন ও কার্যক্রম পরিচালনা করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত এপির একজন প্রতিবেদক জানান উদ্ধারকর্মীরা বিস্ফোরণস্থলের রাস্তা ও বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া গাড়ির ভেতর থেকে মানুষের দেহাবশেষ সংগ্রহ করছেন।
নয়তলা বিশিষ্ট সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ভবনটির বাইরের দেয়াল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে আওয়াজ দামেস্কের সব প্রান্ত থেকে শোনা যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
দামেস্কের বিস্ফোরণের মাত্র একদিন আগে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে জাতিসংঘ পরিদর্শকদের গাড়ি বহরের নিকটে সংঘটিত অপর এক বিস্ফোরণে ছয় সিরীয় সেনা আহত হয়। এই সেনারা জাতিসংঘ পরিদর্শকদের গাড়ি বহরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলেন জানা যায়।
বাংলাদেশ সময়:১৩৪৫ ঘণ্টা, মে ১০, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর