ঢাকা : দেড় মাস বয়সী কন্যা শিশুকে জীবন্ত পুঁতে ফেলার চেষ্টাকারী এক দম্পতিকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্মৌয়ের ১০০ কিলোমিটার দূরে অবস্থিত পিলাখুয়া শহরে বুধবার এ অমানবিক ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
পিতা দিনেশ কুমার, মা ভারতী রাণী ও বড় ভাই মিলে শিশুটিকে পুঁতে ফেলার উদ্দেশ্যে কবরস্থানে নিয়ে যায়। কিন্তু সেখানে দায়িত্বরত এক ব্যক্তি ব্যাপারটি টের পেয়ে গেলে তাদের পরিকল্পনা ভেস্তে যায় । বাচ্চাটির কান্নার শব্দ শুনে ঘটনাটি অস্বাভাবিক মনে হওয়ায় তিনি পুলিশে খবর দেন। এরপরই জানাজানি হয়ে যায় ঘটনাটি।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে ভারতী বলেছে, এক সাধুর পরামর্শেই তারা এ কাজ করতে যাচ্ছিলেন। দেড় মাস বয়সী এই কন্যা শিশুটিকে জীবন্ত পুঁতে ফেললে তাদের অন্য সন্তানরা ভবিষ্যতে কঠিন অসুখের হাত থেকে রক্ষা পাবে- সাধুর এমন উপদেশে তারা তিন জন বুধবার শিশুটিকে কবরস্থানে নিয়ে যায়। উল্লেখ্য, গত বছর এ দম্পতির এক সন্তান কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায়।
ঘটনার পর পুলিশ এখন ওই সাধুকে খুঁজছে তবে এখনো তাকে খুঁজে বের করতে পারেনি তারা।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘন্টা, মে ১০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর