ঢাকা: ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত রুশ যাত্রীবাহী বিমানের সব আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, জাকার্তার দক্ষিণে বোগোর শহরের বাইরে পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষের আশপাশে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছেন উদ্ধারকর্মীরা।
ন্যাশনাল রেসকিউ এজেন্সির মুখপাত্র গাগাহ প্রাকোসো বলেছেন, ‘বিমানটি বিধ্বস্থ হওয়ার স্থানে গেছি এবং মৃতদেহ পড়ে থাকতে দেখেছি। তবে কতোগুলো মৃতদহে রয়েছে তার সঠিক সংখ্যা আমরা এখনো জানতে পারিনি। তবে জীবিত কাউকে পাওয়া যায়নি। ’
প্লেনটিতে ইন্দোনেশীয় ব্যবসায়ী, রুশ দূতাবাস কর্মকর্তা এবং এর নির্মাতা প্রতিষ্ঠানের পাইলট ও টেকনিশিয়ানরা ছিলেন। বুধবার সন্ধ্যায় সুখোই সুপারজেট- ১০০ নামের রুশ যাত্রীবাহী বিমানটি প্রায় ৪৭ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার হালিম পারদানাকুসুমা বিমান বন্দর ত্যাগ করে। যাত্রার ২১ মিনিটের মাথায়ই বিমানটি বিমানবন্দরের রাডার থেকে হারিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ১০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর