ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, মে ১০, ২০১২
পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

ঢাকা: আবারো পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার স্বল্প পাল্লার এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা।



এক বিবৃতিতে সেনা বাহিনী জানিয়েছে, হাতফ-৩ নামের এ ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২৯০ কিলোমিটার। পরমাণু অস্ত্র বহনের সাথে সাথে এটি প্রচলিত ওয়্যারহেড বহনেও সক্ষম।

প্রসঙ্গত, এর ঠিক দুই সপ্তাহ আগে পাকিস্তান মাঝারি পাল্লার একটি পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। পাকিস্তানের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে সম্প্রতি ভারতের আন্তঃমহাদেশীয় অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়া স্বরুপ তার সামর্থ প্রমাণের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

ভারতের ক্ষেপণাস্ত্রটি আমেরিকা ছাড়া বিশ্বের অন্য সব মহাদেশে হামলা চালাতে সক্ষম। এর সবচে উল্লেখযোগ্য দিক হচ্ছে, এটি চীনের রাজধানী বেইজিংসহ দেশটির যেকোনো স্থানের লক্ষ্যবস্তুতে হামলা করতে পারবে।

প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, ভারতের কৌশলগত অগ্রাধিকার এখন পাকিস্তানের দিক থেকে চীনের দিকে যাচ্ছে। অবশ্য পাকিস্তান এখনো তার পুরাতন শত্রু ভারতকে নিয়ে বেশ চিন্তিত।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ১০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটরৃ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।