ঢাকা: গ্রিসের অলিম্পিয়া শহরে প্রজ্জ্বলিত হলো লন্ডন অলিম্পিক গেমস ২০১২ এর মশাল। এখান থেকেই মশালটি লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে পৌঁছবে এবং এ মশাল থেকে লন্ডন অলিম্পিকের মশাল জ্বালানো হবে।
অলিম্পিয়া নগরীর হেরা মন্দিরের নিকটবর্তী স্থানে প্রাচীন অলিম্পিক স্টেডিয়ামে আনুষ্ঠানিভাবে মশালটি জ্বালানো হয়। এরপর দেশের বিভিন্ন স্থান ভ্রমণ শেষে এ মাসের ১৭ তারিখে এথেন্সের প্যানাথেনেইক স্টেডিয়ামে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে মশালটি লন্ডন অলিম্পিক গেমস আয়োজকদের হাতে তুলে দেওয়া হবে।
এই প্যানাথেনেইক স্টেডিয়ামেই প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ১৮৯৬ সালে।
এখান থেকেই ৭০ দিনের একটি রিলে শেষে ২৭ জুলাই লন্ডন ২০১২’র মশাল জ্বালানো হবে। মশালটি সর্বমোট ১৮শ’ মাইল পাড়ি দিয়ে অলিম্পিকের লন্ডন ভেন্যুতে পৌঁছবে। রিলেতে অংশ নেবে ৫শ’ জন মশালবাহক।
গ্রিক পুরাণ অনুসারে ইনো মেনেগাকি নামের একজন যাজিকা অবতল আয়নায় পতিত সকালের সূর্যালোক থেকে আগুন সংগ্রহ করে অলিম্পিক মশাল জ্বালান। এখনো অলিম্পিক গেমসের এই আগুন শুদ্ধতার চিহ্ন বহন করে। কারণ এটি সূর্য থেকে উৎসারিত।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মে ১০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর/ জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর