ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জি৮ সম্মেলনে যাচ্ছেন না পুতিন

আন্তর্জাকি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, মে ১০, ২০১২
জি৮ সম্মেলনে যাচ্ছেন না পুতিন

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে অনুষ্ঠেয় জি৮ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না রাশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন মন্ত্রিসভা গঠনের কাজ নিয়ে ব্যস্ততার কারণে সম্মেলনে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।



পুতিন অবশ্য তার অপরাগতার কথা ইতোমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানিয়েছেন। সুতরাং আগামী জুনে মেক্সিকোতে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনের আগে ক্ষমতাধর এই দুই প্রেসিডেন্টের সাক্ষাৎ হচ্ছে না।

তবে বিদায়ী প্রেসিডেন্ট এবং বর্তমান প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ ১৮-১৯ মে’র ওই সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্টের ভারপ্রাপ্ত এইডি আরকাদি দিভোরকভিচ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ১০, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর/ জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।