ঢাকা: দক্ষিণ চীন সাগরে গভীর সমুদ্রে তেল অনুসন্ধান প্রকল্পের কাজ শুরু করেছে চীন। চীনের তেল উৎপাদন কোম্পানি সিনোক গত বুধবার থেকে এ বিতর্কিত অঞ্চলে খননকাজ শুরু করেছে বলে জানা গেছে।
বিশ্লেষকরা বলছেন, বিতর্কিত জলসীমায় মালিকানা দাবির জন্য অভ্যন্তরীণ চাপের মুখে চীন তেল অনুসন্ধান কাজ শুরু করেছে। কারণ সম্প্রতি এসব অঞ্চল নিয়ে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে চীনের বিরোধ বেড়েছে।
সিনোক কোম্পানি বৃহস্পতিবার জানিয়েছে, চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম গভীর সমুদ্র কূপখনন প্লাটফর্ম সিনোক-৯৮১ বুধবার থেকে কাজ শূরু করেছে। হংকং থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে খনন শুরু করেছে তারা। ওই অঞ্চলে তিনটি কূপ খনন করা হবে আর কোম্পানিটির আশা তারা তেলের সন্ধান পাবে।
বিতর্কিত জলসীমার মধ্যে অবস্থিত সিনোকের লিওয়ান ৬-১ ব্লকের ঠিক কোন জায়গায় প্লাটফর্মটি স্থাপন করা হয়েছে তা পরিষ্কার নয়। তবে সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং দক্ষিণ চীন সাগর বিশেষজ্ঞ লি জিনমিং বলেছেন, প্লাটফর্মটি পারাসেল আইল্যাণ্ড এবং ম্যাকলেসফিল্ড ব্যাঙ্কের মধ্যে কোথাও স্থাপন করা হয়েছে।
পারাসেল দ্বীপপুঞ্জটি নিয়ে ভিয়েতনাম এবং ম্যাকলেসফিল্ড ব্যাঙ্ক নিয়ে তাইওয়ানের সঙ্গে বিরোধ রয়েছে চীনের।
গভীর সমুদ্রে তেল অনুসন্ধানের ঘোষণা এমন সময় এল যখন মাত্র এক মাস আগেও বিতর্কিত জলসীমা নিয়ে চীন-ফিলিপাইনস বিরোধ তুঙ্গে ওঠে। ম্যানিলার পশ্চিমে স্কারবোরো শোয়াল এলাকার জলসীমায় চীনা এবং ফিলিপাইনের টহল জাহাজ মুখোমুখি হলে দেশ দু’টির মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মে ১০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর