ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রেকর্ড লোকসানে সনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৭, মে ১০, ২০১২
রেকর্ড লোকসানে সনি

ঢাকা: বিখ্যাত ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা জাপানি কোম্পানি সনি গত বছর রেকর্ড পরিমাণ লোকসান দিয়েছে। বৃহস্পতিবার কোম্পানিটি জানিয়েছে, ২০১১ সালে তাদের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭শ’ ৫০ কোটি ডলার।

তবে চলতি বছরে আবার লাভে ফেরার লক্ষ্যে অবকাঠামোগত ব্যাপক সংস্কারের পরিকল্পনা হাতে নিয়েছে তারা।

এমনিতে টেলিভিশন সেটের বাজারে সনির টালমাটাল অবস্থা তার ওপর গত বছর সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয় এবং জাপানি মুদ্রা ইয়েনের শক্তিশালী অবস্থান কোম্পানির ব্যবসায় এ বিপর্যয়ের জন্য দায়ী বলে মনে করছেন কর্মকর্তারা।

এক বিবৃতিতে সনি জানিয়েছে, কোম্পানির পণ্যের বিক্রি কমেছে প্রথমত ইয়েনের প্রতিকূল বৈদেশিক বিনিময় হার, এরপর মার্চে পূর্ব জাপানে ভয়াবহ ভূমিকম্প, থাইল্যান্ডে বন্যা এবং উন্নত দেশে বাজার পরিস্থিতির ক্রমাবনতি।

প্রাকৃতিক দুযোর্গ, কঠিন প্রতিযোগিতা এবং দাম পড়ে যাওয়ার কারণে বিশেষ করে টেলিভিশনের বাজারে সবচে বেশি লোকমান হয়েছে বলে জানিয়েছে সনি।

এদিকে লোকসানের মুখে পড়ে কর্মচারী ছাটাইয়ের পরিকল্পনা করছে সনি। গত মাসে ১০ হাজার কর্মীকে ছাটাই করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ১০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।