ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এপ্রিলে চীনে মুদ্রাস্ফীতির গতি ধীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, মে ১১, ২০১২
এপ্রিলে চীনে মুদ্রাস্ফীতির গতি ধীর

ঢাকা: গত এপ্রিলে চীনের মুদ্রাস্ফীতির গতি ছিলো ধীর। চীনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায় মুদ্রাস্ফীতির হার এপ্রিলে সরকারের প্রত্যাশিত মাত্রার নিচেই অবস্থান করে।

মুদ্রাস্ফীতির এই ধীরগতির ফলে আশা করা হচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ শিথিল করবে। প্রবৃদ্ধিকে একটি নিশ্চিত ও নিরাপদ অবস্থানে নেওয়ার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা উচিৎ বলে মত প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

২০১১ সালের একই সময়ের থেকে চীনে এপ্রিলে ভোক্তামূল্য বেড়েছে প্রায় ৩ দশমিক ৪ শতাংশ। যদিও চলতি বছরের মার্চে মুদ্রাস্ফীতি ছিল ৩ দশমিক ৬ শতাংশ। এর ফলে পরপর তিন মাস চীনের মুদ্রাস্ফীতি সরকার ঘোষিত ৪ শতাংশের নিচে অবস্থান করলো। উল্লেখ্য, চীন সরকার বিশ্বব্যাপী আর্থিক সঙ্কটের মুখে নিজেদের অর্থনীতিকে রক্ষার জন্য জাতীয় মুদ্রাস্ফীতির হারকে যে কোনো মূল্য ৪ শতাংশের নিচে নামিয়ে রাখার পরিকল্পনা গ্রহণ করে।

তবে চীন সরকারের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার এই ঘোষণার একদিন আগেই একটি প্রতিবেদনে প্রকাশ হয় যে চলতি বছর চীনের আমদানি এবং রপ্তানি হ্রাস পেয়েছে। আমদানি ও রপ্তানি কমে যাওয়ার এই অবস্থাকে বিশেষজ্ঞরা দেশটির অর্থনীতির নিম্নগামিতা বলে অভিহিত করেন। তবে সদ্য প্রকাশিত মুদ্রাস্ফীতির এই হার চীনের অর্থনীতিকে আবারও চাঙ্গা করবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়:১২৪৭ ঘণ্টা, মে ১১, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।