ঢাকা : যুক্তরাষ্ট্রগামী বিমানে কথিত বোমা হামলাকারী সম্পর্কে নতুন তথ্য প্রকাশ পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যমে। তাদের ভাষ্য আল কায়েদার অভ্যন্তরে রোপিত এই সিআইএ এজেন্ট আসলে আরব বংশোদ্ভুত একজন ব্রিটিশ নাগরিক।
এর আগে প্রকাশিত খবরে জানা যায় মার্কিন বিমান ধ্বংসের আল-কায়েদা অ্যাসাইনমেন্টে নিযুক্ত ব্যক্তি আসলে একজন সিআইএ এজেন্ট। তাকে সৌদি গোয়েন্দা সংস্থার সহায়তায় ইয়েমেনের আল কায়েদার ফ্রন্টে রোপণ করে মার্কিন গোয়েন্দা সংস্থাই।
এদিকে আলোচিত এই ডাবল এজেন্টের ব্রিটিশ নাগরিকত্বের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি ব্রিটেন । তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এনবিসি চ্যানেল জানায় যে এই পরিকল্পনার সঙ্গে আরো একটি বিদেশী গোয়েন্দা সংস্থা জড়িত। এনবিসি নিউজ দাবি করে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সঙ্গে ওই ডাবল এজেন্টের গভীর সংযোগ আছে।
এদিকে বিবিসির ওয়াশিংটন প্রতিনিধি এ প্রসঙ্গে বলেন, গোয়েন্দা সংস্থাগুলি একে অপরের কার্যক্রম সম্পর্কে প্রকাশ্যে সাধারণত মুখ খোলে না । তবে হামলাকারী সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষের দেওয়া তথ্য ঠিক হলে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার প্রতি সন্দেহের অবকাশ আরো বাড়বে বলেও জানান তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্র জানায় মার্কিন বিমানে বোমা হামলা চালানোর আল কায়েদা পরিকল্পনাকে ভেস্তে দিয়েছে তাদের গোয়েন্দা সংস্থা। তারা আরো জানায় ইয়েমেন ভিত্তিক আল কায়েদা মার্কিন বিমানে হামলা চালানোর জন্য তাদের এক সদস্যকে নিযুক্ত করে। কিন্তু ইয়েমেন ত্যাগ করে ওই ব্যক্তি বোমাটি সিআইএর হাতে তুলে দেয়। ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র তাকে ডাবল এজেন্ট হিসেবে গণমাধ্যমে উপস্থাপন করে।
তবে ওই ব্যক্তির আসল পরিচয় এবং আসলে কোন পক্ষে তার অবস্থান তা নিয়ে ধূম্রজাল সহসা কাটবে না বলেই মনে হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘন্টা, মে ১১, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর