ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এইডস প্রতিরোধে শুরু হচ্ছে ট্রুভাডার ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, মে ১১, ২০১২
এইডস প্রতিরোধে শুরু হচ্ছে ট্রুভাডার ব্যবহার

ঢাকা : মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি প্যানেল এইচআইভি সংক্রমণ রোধে নতুন আবিস্কৃত ঔষধ ট্রুভাডা ব্যবহারের অনুমতি দিয়েছে। উচ্চ মাত্রায় এইচআইভি সংক্রমণের ঝুঁকিসম্পন্ন মানুষকেই এই ঔষধ ব্যবহারের অনুমতি দিয়েছে বিশেষজ্ঞ প্যানেল।

তবে  কোনো কোনো স্বাস্থ্যকর্মী এবং এইচআইভি কমিউনিটির কিছু গ্রুপ এর বিরোধিতা করেছে। তাদের আশঙ্কা এর ফলে মানুষের মধ্যে এইডসের ভয়াবহতা সম্পর্কে ভুল বার্তা পৌঁছাবে।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) দেওয়া তথ্য মতে, এইডস রোগ প্রতিরোধে ট্রুভাডার ব্যবহার অচিরেই সাফল্যের মুখ দেখবে। ইতিমধ্যেই এ ওষুধের কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলে জানায় তারা। ২০১০ সালে এফডিএর পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ট্রুভাডার ব্যবহার সমকামী এবং বিষমকামীদের মাঝে এইডসের ঝুঁকি প্রায় ৪৪ থেকে ৭৩ শতাংশ কমায়। অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যাডভাইজরি কমিটিও এ ঔষধ ব্যবহারের পক্ষে মত দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এদিকে ট্রুভাডা ব্যবহার বিরোধীরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এর ফলে এইচআইভি প্রতিরোধ সম্পর্কে সাধারণ মানুষের ভীতি কমে গিয়ে বরং ভুল ধারণা তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এইডস ভ্যাকসিন অ্যাডভোকেসি কোয়ালিশনের নির্বাহী পরিচালক মিশেল ওয়ারেন এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ‘বিশ্বব্যাপী এইচআইভি প্রতিরোধের যে চেষ্টা চলছে তার সন্ধিক্ষণে এখন অবস্থান করছি আমরা। ’

আগামী ১৫ জুন ট্রুভাডা ব্যবহারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে এফডিএ। তবে অ্যান্টি ভাইরাল ড্রাগ অ্যাডভাইজরি কমিটি এর পক্ষে মত দেওয়ায় ট্রুভাডার ব্যবহার এখন সময়ের অপেক্ষা মাত্র।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা, মে ১১, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।