ঢাকা : আফগানিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় কমপক্ষে ২৭ জনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকার কয়েকটি গ্রাম ঢলের পানিতে ভেসে গেছে।
বন্যাকবলিত তাখার প্রদেশের গর্ভনর আবদুল জাবার তাকওয়া জানিয়েছেন, চলতি সপ্তাহে উত্তরাঞ্চলে এটি দ্বিতীয় বন্যা। শুক্রবার সকালের দিকে গ্রাম রক্ষাবাধ ভেঙে বন্যার পানি প্রবেশ করে একটি উপত্যকা এবং ইসকামিশ জেলার কয়েকটি গ্রাম একেবারে বিধ্বস্ত হয়ে গেছে।
মূলত মধ্যরাতের দিকে বন্যার পানি প্রবেশ করতে থাকে। বহুগ্রাম বন্যা কবলিত হয়েছে বলে তিনি জানান। বন্যায় প্রাণহানির সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন গভর্নর তাকওয়া।
উদ্ধারকারী দল উপদ্রুত এলাকায় প্রবেশের চেষ্টা করছে। তবে দুর্গম এলাকা হওয়ার কারণে যানবাহন নিয়ে প্রবেশ করা সম্ভব হচ্ছে না।
একে দুর্যোগ পরিস্থিতি বলে উল্লেখ করে গভর্নর বলেছেন, ‘দূর্ভাগ্যবশতঃ আমাদের যথেষ্ট ত্রাণ সরবরাহ ব্যবস্থা নেই। ওই এলাকায় প্রবেশের একমাত্র উপায় হেলিকপ্টার। ’
উল্লেখ্য, গত ৬ মে সারি পুল প্রদেশের ধাই মারদা গ্রামটি বন্যায় ভেসে যায়। এ দুর্যোগে ২১ জন মানুষের প্রাণহানি ঘটে। নিহতদের বেশিরভাগই একটি বিয়ে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ১১, ২০১২
সম্পাদক: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর