ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্বে শিশুমৃত্যুর প্রধান কারণ প্রতিরোধযোগ্য সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, মে ১১, ২০১২
বিশ্বে শিশুমৃত্যুর প্রধান কারণ প্রতিরোধযোগ্য সংক্রমণ

ঢাকা: সারা বিশ্বে বেশিরভাগ শিশুমৃত্যুর প্রধান কারণ সংক্রমণ। অথচ এসব সংক্রমণ সহজেই প্রতিরোধ করা সম্ভব।

২০১০ সালে সারা বিশ্বে শিশুমৃত্যু হারের উপাত্ত বিশ্লেষণ করে এ মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে যুক্তরাষ্ট্রের একটি বিশেষজ্ঞ দল বিজ্ঞান সাময়িকী ল্যানচেটে লিখেছেন।

তারা দেখেছেন, ২০১১ সালে চার বছর বা তার কম বয়সে সারা বিশ্বে ৭৬ লাখ শিশু মারা গেছে। আর এর দুই তৃতীয়াংশ মৃত্যুর কারণ প্রতিরোধযোগ্য সংক্রমণ এবং নিউমোনিয়া।

তবে আশার কথা হচ্ছে, ২০০০ সাল থেকে ২০১১ সালে এসে শিশুমৃত্যু ২০ লাখ (২৬ শতাংশ) কমেছে। সেই সঙ্গে ডাইরিয়া, হাম এবং নিউমোনিয়ায় মৃত্যুর হারও কমেছে।

তবে শিশুমৃত্যু মোকাবিলায় এখনো যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উপাত্ত বিশ্লেষণে আরো দেখা গেছে, শিশুমৃত্যুর অর্ধেকই ঘটেছে আফ্রিকায়। আর এর মধ্যে আবার দুই তৃতীয়াংশের মৃত্যুর কারণ ম্যালেরিয়া এবং এইডসসহ আরো অন্যান্য রোগের সংক্রমণ।

এদিকে দক্ষিণ এশিয়ায় নবজাতক মৃত্যুর হার এখনো ভয়াবহ রকমের বেশি। আর ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো এবং চীনে নানা কারণে মারা যাওয়া শিশুদের অর্ধেকের (৩৭ লাখ ৫০ হাজার) বয়স পাঁচ বছরের নিচে।

গবেষকরা সতর্ক করে দিয়েছে, বর্তমান অবস্থা চলতে থাকলে শিশুমৃত্যু হার কমানোর আন্তর্জাতিক লক্ষ্য অর্জনে খুব কম দেশই সক্ষম হবে। ২০১৫ সালের সহস্র্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের পথেও এটা বড় অন্তরায় হয়ে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মে ১০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।