ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আসামে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, মে ১১, ২০১২
আসামে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

ঢাকা: ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে শুক্রবার সন্ধ্যায় ৫ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় ৬টা ১১ মিনিটে সংঘটিত এ ভূমিকম্পে সমগ্র উত্তর পূর্ব ভারত সহ প্রতিবেশী বাংলাদেশ ও ভুটানেও কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।



ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো আসামের গুয়াহাটি থেকে ১১৪ কিলোমিটার পূর্বে, মেঘালয়ের রাজধানী শিলংয়ের ১১২ কিলোমিটার উত্তর পূর্বে এবং অরুনাচলের রাজধানী ইটানগর থেকে ১২৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। স্থানটি আসামের নওগাঁও জেলায় অবস্থিত বলে জানা গেছে। ভূপৃষ্ঠ থেকে ভূকম্পন স্থলের গভীরতা ছিলো ১১.৫ কিলোমিটার।

ভূমিকম্পের পরপরই আসামের সবচেয়ে বড় শহর গুয়াহাটির বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। এসময় গুয়াহাটির এক বাসিন্দা জানান সাম্প্রতিক সময়ে কোনো ভূকম্পনে তারা এত তীব্র ঝাঁকুনি অনুভব করেননি। ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মেঘালয়ের রাজধানী শিলংয়েও এসময় তীব্র কম্পন অনুভূত হয় বলে জানায় সংবাদমাধ্যম।

এদিকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। তবে কোনো ধরণের ক্ষয়ক্ষতি ঘটেনি সেখানে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মে ১১, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।